TMC Delegation in Manipur: মণিপুরের ত্রাণশিবির ঘুরে দেখল তৃণমূলের প্রতিনিধি দল, বৈঠক রাজ্যপালের সঙ্গেও
Manipur Violence: বুধবার সকাল ১১টা নাগাদ মণিপুরে পৌঁছন তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। প্রতিনিধি দলে রয়েছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্যায়, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার ও সুস্মিতা দেব।

ইম্ফল: হিংসা বিধ্বস্ত মণিপুর ঘুরে দেখল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধি দল। বুধবার সকালেই মণিপুরের উদ্দেশে রওনা দিয়েছিল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ইম্ফলে (Imphal) পৌঁছনোর পর তাঁরা হিংসাবিধ্বস্ত বিভিন্ন এলাকা ও ত্রাণশিবিরগুলি ঘুরে দেখেন এবং সেখানে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আজও মণিপুরের বিভিন্ন সংগঠনের সঙ্গে দেখা করবেন। বিকেলে তাঁরা রাজ্যে ফিরে আসবেন। মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কাছে একটি সম্যক রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টা নাগাদ মণিপুরে পৌঁছন তৃণমূলের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। প্রতিনিধি দলে রয়েছেন কল্য়াণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee), দোলা সেন (Dola Sen), কাকলি ঘোষ দস্তিদার (Kakali Gosh Dastider) ও সুস্মিতা দেব (Sushmita Dev)। ইম্ফলে পৌঁছে তৃণমূলের প্রতিনিধি দল কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চূড়াচন্দপুরে যায়। এরপরে মেতেই জনগোষ্ঠী অধ্যুষিত ইম্ফলেরও বেশ কিছু এলাকায় ঘুরে দেখেন এবং ত্রাণ শিবির পরিদর্শন করেন। জানা গিয়েছে, মণিপুরের জনগোষ্ঠী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। এরপরে তাঁরা দেখা করেন রাজ্যপাল অনুসুইয়া ইউকের সঙ্গেও।
মণিপুরের হিংসাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পর সুস্মিতা দেব বলেন, “ত্রাণশিবিরে বেশ কিছু অব্যবস্থা নজরে এসেছে। বিশেষত শিশুরা কষ্টে রয়েছে। আমরা সকলের সঙ্গে কথা বলব। রাজ্যপালের সঙ্গেও অনেকক্ষণ আলোচনা করেছি আমরা। তিনি সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
গতকালের পর আজও মণিপুরের বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এরপরে বিকেলে তারা শহরে ফিরে আসবেন।
