গাড়িতে একা থাকলেও মাস্ক বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের

আদালত জানায়, গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে অরক্ষিত মুখে চালক গাড়ির জানালা খুললেও করোনা সংক্রমিত হতে পারে।

গাড়িতে একা থাকলেও মাস্ক বাধ্যতামূলক, নির্দেশ হাইকোর্টের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 07, 2021 | 11:33 AM

নয়া দিল্লি: গাড়িতে একা থাকলেও পরতে হবে মাস্ক (Mask)। আইনজীবী সৌরভ শর্মার একটি লিখিত আবেদন খারিজ করে এই নির্দশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রথিবা এম সিংয়ের নেতৃত্বাধীন এক সদস্যের বেঞ্চ। মাস্ক না পরে একা গাড়ি চড়লে জরিমানা নিচ্ছিল দিল্লি প্রশাসন। সেই জরিমানার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে একাধিক লিখিত আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি প্রথিবা এম সিং জানান, মাস্ক হল ‘সুরক্ষা কবচ।’ এটা দু’জনকেই রক্ষা করে যিনি মাস্ক পরেছেন তাঁকে এবং তাঁর পারিপার্শ্বিক প্রত্যেককেও।

বিচারপতি বলেন, “বিজ্ঞানীরা মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন। মহামারী বিরাট আকারে ছড়াচ্ছে, তাই টিকাপ্রাপ্ত না টিকা অপ্রাপ্ত প্রত্যেকের মাস্ক পরা প্রয়োজনীয়।” মাস্ক না পরায় জরিমানা নিয়ে শুধুমাত্র একটি নয় একাধিক আবেদন জমা পড়েছিল দিল্লি হাইকোর্টে। সেই আবেদনগুলির শুনানি চলাকালীন স্বাস্থ্যমন্ত্রক জানায়, গাড়িতে একা থাকলে মাস্ক পরা না পরার বিষয়ে কোনও নির্দেশিকা দেয়নি তারা। যেহেতু স্বাস্থ্য রাজ্যের বিষয়, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দিল্লি প্রশাসন। দিল্লি সরকার জানায়, গাড়ি চালানোর সময় মাস্ক পরা বাধ্যতামূলক, সে নির্দেশ গত বছরের এপ্রিল মাসেই দেওয়া হয়েছে।

এরপর আদালত জানায়, গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে অরক্ষিত মুখে চালক গাড়ির জানালা খুললেও করোনা সংক্রমিত হতে পারে। তাই একা গাড়িতে থাকলেও পরতে হবে মাস্ক। যদিও সৌরভ শর্মা দাবি করেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিল, এক গাড়িতে থাকলে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আদালতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিষয়টি রাজ্যের আওতায় ছাড়ায় গাড়িতে মাস্ক ফের বাধ্যতামূলক হল।

আরও পড়ুন: করোনার ঢেউয়ের জের, ফের অপরিবর্তিতই থাকল রেপো রেট