Car Thief: হাতে এমবিএ-র ডিগ্রি, পকেটে মাস্টার কি! ৬০টি গাড়ির ‘মালিক’কে ধরতে গিয়ে ‘ঘোল’ খেল পুলিশও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 24, 2022 | 4:51 PM

Car Thief: পুলিশ যখন বানজারা হিলসে তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সেই সময়ই সত্যেন্দ্র হায়দরাবাদে ফিরে এসে একটি পিক আপ ট্রাক চুরি করে।

Car Thief: হাতে এমবিএ-র ডিগ্রি, পকেটে মাস্টার কি! ৬০টি গাড়ির মালিককে ধরতে গিয়ে ঘোল খেল পুলিশও
প্রতীকী চিত্র

Follow Us

হায়দরাবাদ: হাতে এমবিএ(MBA)-র ডিগ্রি, তবে চাকরিতে মন টেকে না। তাছাড়া বিলাসবহুল যে জীবনযাত্রার স্বপ্ন দেখে এসেছেন ছোট থেকে, তাও নটা-পাঁচটার চাকরি করে অর্জন করা সম্ভব নয়। সেই কারণেই বেছে নিয়েছিলেন ‘অন্য’ পেশা। তাঁর ট্রাক রেকর্ডও দারুণ। একটা বা দুটো নয়, বিগত কয়েক বছরের মধ্যেই ৬০টি গাড়ি চুরি (Car Theft) করেছিলেন তিনি। পুলিশকে কটাক্ষ করতে মাঝেমধ্যেই বার্তা পাঠাতেন “ক্যাচ মি ইফ ইউ ক্যান”। তবে পুলিশের চোখকে ধুলো দেওয়া কি এতই সহজ? গত মাসেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। অপরাধের সূত্র খুঁজতে জয়পুর (Jaipur) থেকে ট্রানজিট রিমান্ডে একবার বেঙ্গালুরু, আরেকবার হায়দরাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। অবশেষে পুলিশি জেরাতে মুখ খুললেন সেই চোর, জানালেন নিজের চুরির গল্পও।

জানা গিয়েছে, সত্যেন্দ্র সিং শেখাওয়াত নামক ওই চোর ২০১৩ সাল থেকেই চুরিতে হাত পাকিয়েছিলেন, বিগত কয়েক বছরে তিনি কমপক্ষে ৬০টি গাড়ি চুরি করেছেন। এমবিএ স্নাতক সত্যেন্দ্রকে এর আগেও একাধিকবার গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি। গতমাসে জয়পুরে নিজের বাড়িতে ফিরতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

চুরি ২০১৩ সাল থেকে শুরু করলেও, ২০২১ সালেই পুলিশের নজরে আসে তাঁর কীর্তি। একটি পাঁচতারা হোটেল থেকে কন্নড় চিত্র প্রযোজক মঞ্জুনাথের গাড়ি চুরি করেন সত্যেন্দ্র। সিসিটিভি ফুটেজে তাঁর ছবি ধরা পড়তেই পুলিশ খোঁজ লাগিয়ে হায়দরাবাদের বানজারা হিলসে হাজির হয়। সেখান থেকে তাঁর খোঁজ করে পুলিশের একটি দল জয়পুরে পৌঁছয় ও সত্য়েন্দ্রর বাবা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন। সেই সময় সত্য়েন্দ্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে তাঁর পরিবারকে যেন বিরক্ত না করা হয়, তিনি নিজেই আত্মসমর্পণ করবেন।

তবে কিছুদিন বাদেই সত্যেন্দ্র নিজের রূপ ধরেন। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ করে লেখেন, “ক্যাচ মি ইফ ইউ ক্যান”। পুলিশ যখন বানজারা হিলসে তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল, সেই সময়ই সত্যেন্দ্র হায়দরাবাদে ফিরে এসে একটি পিক আপ ট্রাক চুরি করেন। এখনও অবধি হায়দরাবাদ থেকেই তিনি ৫টি গাড়ি চুরি করেছেন বলে জানা গিয়েছে। দিল্লি, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, তেলঙ্গনা ও তামিলনাড়ু থেকেও একাধিক গাড়ি চুরি করেছেন।

শুধু সত্যেন্দ্রই নয়, তাঁর স্ত্রীও গাড়ি চুরির সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। ২০টি চারচাকার গাড়ি, একটি বাইক উদ্ধার করা হয়েছে তাঁদের কাছ থেকে। এছাড়া ২০টি ম্যানুয়াল কি, ১৩টি স্মার্ট কি, ৬টি মোবাইল ফোন সহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে।

Next Article