জেলে গিয়েও থামেনি কীর্তি! মুসকান চুমু খাচ্ছেন সিনিয়র পুলিশ অফিসারকে?
Deepfake Video: দেখা যাচ্ছে মুসকানকে চুমু খাচ্ছেন এক পুলিশ অফিসার। এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন যে জেলে এগুলো কী হচ্ছে?

লখনউ: জেলে গিয়েও নিত্যনতুন কাণ্ড ঘটাচ্ছেন মুসকান? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে উর্দি পরা সিনিয়র পুলিশ আধিকারিক মুসকানকে চুমু খাচ্ছেন! কে এই মুসকান? স্বামী সৌরভ রাজপুতকে প্রেমিকের সঙ্গে মিলে খুন করে ১৫ কুচি করেছিল মুসকান রাস্তোগী। তারপর সেই দেহ নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দিয়েছিলেন। এবার সেই মুসকানেরই নতুন কীর্তি ফাঁস।
সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানেই দেখা যাচ্ছে মুসকানকে চুমু খাচ্ছেন এক পুলিশ অফিসার। এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন যে জেলে এগুলো কী হচ্ছে? যদিও পরে মিরাট পুলিশ জানায় যে এটা ডিপফেক ভিডিয়ো। ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
ভিডিয়োয় যে পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে মুসকানকে চুমু খেতে দেখা গিয়েছে, তিনিই মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ভিডিয়ো তৈরি করা হয়েছে। মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং বলেছেন যে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা হবে।





