Meghalaya Honeymoon Murder: হানিমুন কাণ্ডে রয়েছে যৌনতার মোচড়ও, সোনম আগেই তৈরি রেখেছিল Plan-B! ভয়ঙ্কর সব তথ্য এল সামনে
Sonam-Raja Raghuvanshi: গত ১১ মে সোনমের সঙ্গে বিয়ে হয় রাজা রঘুবংশীর। বিয়ের চারদিন পর ইন্দোরে বাপেরবাড়ি আসে সোনম। সেই সময়ই রাজাকে খুনের পরিকল্পনা করে।

ইন্দোর: পরতে পরতে রহস্য। মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুনের ঘটনায় সোনমের নতুন নতুন কীর্তি সামনে আসছে প্রতিদিন। বিয়ের পর নিজেই প্ল্যান করে স্বামীকে নিয়ে মেঘালয়ে গিয়েছিলেন সোনম। সেখানে স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিল প্রেমিকও। এবার জানা গেল , রাজা রঘুবংশীকে খুন করার জন্য প্ল্যান -বি ও রেডি করে রেখেছিল সোনম।
সূত্রের খবর, সোনম বিয়ের আগে থেকেই মনস্থির করে রেখেছিল যে রাজাকে খুন করবে। সেই জন্যই সুপারি কিলার ভাড়া করে নিয়ে গিয়েছিল। যদি সুপারি কিলাররা ব্যর্থ হত, তবে প্ল্যান-বি তৈরি ছিল তাঁর। পাহাড়ের ধারে সেলফি তোলার অছিলাতেই রাজাকে খাদে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল সোনমের। নিজের প্রেমিক রাজ কুশওয়াহাকেই বলেছিলেন এই পরিকল্পনার কথা।
গত ১১ মে সোনমের সঙ্গে বিয়ে হয় রাজা রঘুবংশীর। বিয়ের চারদিন পর ইন্দোরে বাপেরবাড়ি আসে সোনম। সেই সময়ই রাজাকে খুনের পরিকল্পনা করে। বাড়িতে বসে ফোনে রাজের সঙ্গে কথা বলেই গুয়াহাটির টিকিট কাটে, কিন্তু ফেরার টিকিট কাটেনি।
তদন্তে আরও জানা গিয়েছে, সোনম কোনওভাবেই রাজা রঘুবংশীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়নি। হানিমুনে গিয়ে যাতে ঘনিষ্ঠ হতে না হয়, সেই কারণেই সোনম তাঁকে বলেছিল মেঘালয় যাওয়ার আগে তারা কামাক্ষ্যা মন্দিরে পুজো দেবে। তার আগে যেন তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে। রাজাও সরল বিশ্বাসে সেই কথা মেনেছিল।
গত ২৩ মে হানিমুনে গিয়েই মেঘালয়ের খুন করে ক্ষত-বিক্ষত অবস্থায় রাজার দেহ খাদে ফেলে দেওয়া হয়। ২ জুন তাঁর দেহ খুঁজে পায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল, সোনমের সঙ্গেও হয়তো খারাপ কিছু হয়েছে, কিন্তু পরে জানা যায়, সোনমই প্রেমিক রাজের সঙ্গে পরিকল্পনা করে রাজাকে খুন করেছে।





