AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MEIL-NPCIL: NPCIL থেকে ১২,৮০০ কোটি টাকার প্রকল্পের বরাত পেল মেঘা ইঞ্জিনিয়ারিং

MEIL-NPCIL: BHEL এবং L&T-এর মতো 'বড় বড় শিল্প সংস্থার সঙ্গে প্রতিযোগিতা করে মেঘা ইঞ্জিনিয়ারিং। MEIL-কে তার শক্তিশালী প্রযুক্তিগত পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের জন্য বেছে নেওয়া হয়েছে।

MEIL-NPCIL: NPCIL থেকে ১২,৮০০ কোটি টাকার প্রকল্পের বরাত পেল মেঘা ইঞ্জিনিয়ারিং
বরাত পেল 'মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার' লিমিটেডের (MEIL)'Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 23, 2025 | 5:17 PM
Share

মেঘা ইঞ্জিনিয়ারিংয়ের (MEIL) বড় সাফল্য। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) থেকে ১২,৮০০ কোটি টাকার প্রকল্পের বরাত পেল মেঘা ইঞ্জিনিয়ারিং। এই প্রকল্পের অধীনে কর্নাটকে দুটি ৭০০ মেগাওয়াটের পারমাণবিক চুল্লি, কাইগা ইউনিট ৫ ও ৬ তৈরি করবে।

ভারতের জ্বালানির ভবিষ্যৎ পরমাণু শক্তি। এ যাবতকালের এটি NPCIL-এর দেওয়া সবচেয়ে বড় বরাত। পারমাণবিক শক্তি খাতে মেঘা ইঞ্জিনিয়ারিংয়ে (MEIL)-এর এটি প্রথম বড় পদক্ষেপ।মুম্বইয়ের সদর দফতরে MEIL-এর ডিরেক্টর শ্রী চৌধুরী পি.সুব্বাইয়া এই চুক্তি স্বাক্ষর করেন।

প্রথমবারের মতো, NPCIL এই প্রকল্পের জন্য গুণমান-সহ ব্যয় ভিত্তিক নির্বাচন (QCBS) পদ্ধতি ব্যবহার করেছে, যা গুণমান এবং ব্যয়ের ভারসাম্যও রাখবে।

BHEL এবং L&T-এর মতো ‘বড় বড় শিল্প সংস্থার সঙ্গে প্রতিযোগিতা করে মেঘা ইঞ্জিনিয়ারিং। MEIL-কে তার শক্তিশালী প্রযুক্তিগত পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের জন্য বেছে নেওয়া হয়েছে।

এই প্রকল্পটি শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এটি একটি শক্তিশালী, আত্মনির্ভর ভারত গঠনে অবদান রাখার বিষয়ে সাহায্য করবে। MEIL-এর জন্য, এটি এমন একটি ক্ষেত্রে একটি অর্থবহ পদক্ষেপ যা দেশের উন্নয়নে সাহায্য করবে। MEIL- জানিয়েছে, তারা সময়মতো প্রকল্পটি সম্পন্ন করবে।

‘মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’ সম্বন্ধে জানুন…

MEIL ভারতের অন্যতম শীর্ষস্থানীয় পরিকাঠামো কোম্পানি। যারা বিদ্যুৎ, জল, হাইড্রোকার্বন,সেচ,তেল ও রিগ, প্রতিরক্ষা, পরিবহন, সংকুচিত গ্যাস বিতরণ, বৈদ্যুতিক গতিশীলতা এবং পারমাণবিক শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত উপস্থিতি রয়েছে। ব্যবহারিক পদ্ধতি,দৃঢ় বাস্তবায়ন এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এই সংস্থা।