AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মহিলাদের মাপ নেওয়া বা চুল কাটা উচিত নয় পুরুষদের’, অদ্ভুত যুক্তি মহিলা কমিশনের

Women Commission: খারাপ স্পর্শ বা ব্যাড টাচ থেকে বাঁচাতে অদ্ভুত তত্ত্ব খাড়া করলেন মহিলা কমিশনের সদস্য। বললেন, "মহিলাদের পোশাক বানানো উচিত নয় পুরুষদের। মহিলাদের চুলও কাটা উচিত নয়"। এই মন্তব্য ঘিরেই পড়ে গিয়েছে শোরগোল।

'মহিলাদের মাপ নেওয়া বা চুল কাটা উচিত নয় পুরুষদের', অদ্ভুত যুক্তি মহিলা কমিশনের
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 08, 2024 | 1:51 PM
Share

লখনউ: ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্থা। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। একদিকে যেমন আইনের কড়াকড়ির দাবি করা হচ্ছে, তেমনই মহিলাদের অল্প বয়স থেকেই ‘গুড টাচ-ব্যাড টাচ’-র শিক্ষা দেওয়া হচ্ছে। তবে এই খারাপ স্পর্শ বা ব্যাড টাচ থেকে বাঁচাতে অদ্ভুত তত্ত্ব খাড়া করলেন মহিলা কমিশনের সদস্য। বললেন, “মহিলাদের পোশাক বানানো উচিত নয় পুরুষদের। মহিলাদের চুলও কাটা উচিত নয়”। এই মন্তব্য ঘিরেই পড়ে গিয়েছে শোরগোল।

রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ করা উচিত, তা নিয়েই বৈঠকে বসেছিল উত্তর প্রদেশের রাজ্য মহিলা কমিশন। গত ২৮ অক্টোবরের ওই বৈঠকের পরই মহিলা কমিশনের সদস্য হিমানী আগরওয়াল বলেন, “বৈঠকে মহিলা কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে মহিলা টেলর বা দর্জিদেরই মহিলাদের পোশাকের মাপ নেওয়া ও বানানো উচিত। দোকানগুলিতে সিসিটিভিও বসানো উচিত। একই নিয়ম স্যালনগুলিতেও হওয়া উচিত। মহিলাদের চুল শুধুমাত্র মহিলা নাপিতদেরই কাটা উচিত।”

জানা গিয়েছে, মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান এই প্রস্তাব দিয়েছেন। বৈঠকে উপস্থিত বাকি সদস্যরাও এই প্রস্তাবে সম্মতি দেন। তাদের বক্তব্য, দর্জি বা নাপিতের মতো পেশায়, যেখানে স্পর্শ করার বিষয় থাকে, সেখানেই মহিলাদের হেনস্থা করা হচ্ছে। পুরুষরা খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করছেন মহিলাদের। তবে সকল পুরুষেরই খারাপ উদ্দেশ্য থাকে, এমনটা নয়।

মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, আপাতত এই প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকার এই প্রস্তাবনা বিবেচনা করে দেখবে।