Women Brutally Assaulted : ধর্ষণ করেও দেয়নি রেহাই, গোপনাঙ্গে রড ঢুকিয়ে, মাথা থেতলে খুন ভারসাম্যহীন মহিলাকে

Women Brutally Assaulted : নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরে এল। ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করে খুন করা হল ছত্তিশগড়ে।

Women Brutally Assaulted : ধর্ষণ করেও দেয়নি রেহাই, গোপনাঙ্গে রড ঢুকিয়ে, মাথা থেতলে খুন ভারসাম্যহীন মহিলাকে
প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 8:32 PM

রায়পুর : নির্ভয়া কাণ্ডের স্মৃতি ফিরে এল। এক পৈশাচিক ঘটনার সাক্ষী থাকল ছত্তিশগড়। পুরুষের লালসা থেকে বাদ গেল না একজন মানিসক ভারসাম্যহীন মহিলাও। ৫৬ বছর বয়সী এক মানসিক বিকারগ্রস্ত মহিলাকে ধর্ষণ করা হল রাতের শহরে। ধর্ষণ করেই থেমে থাকেনি অভিযুক্ত নির্যাতিতার গোপন অঙ্গে রডও ঢুকিয়ে দিল ধর্ষণকারী। এই তীব্র অত্যাচারে প্রাণে বাঁচেননি ওই নির্যাতিতা। ছত্তিশগড়ের জঞ্জগির-চম্পা জেলার ঘটনা। এই ঘটনায় ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ৫ এপ্রিল। নির্যাতিতা একটি মুদি দোকানের সামনে একটি বেঞ্চে ঘুমাচ্ছিলেন। সেইসময় ওই অভিযুক্ত ব্যক্তি ধর্ষণ করে ওই মহিলাকে। তারপর তাঁর গোপন অঙ্গে রড ঢুকিয়ে দেয়। ওই মুদি দোকানটি দাভারা পুলিশ স্টেশনের আওতায় পড়ে। এদিকে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। মৃতদেহের ময়না তদন্তও করা হয়েছে। ময়নাতদন্ত জানা গিয়েছে সেই মহিলাকে ধর্ষণ করে নির্যাতন করা হয়েছিল। সেদিন রাতে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে টেনে এক জায়গায় নিয়ে যায়। তারপর তাঁকে ধর্ষণ করে। পাথর দিয়ে মহিলার মাথা থেতলে দেয় ওই ব্যক্তি। তারপর মহিলার গোপন অঙ্গে রড ঢুকিয়ে দেয়।

পুলিশ সোমবার জানিয়েছে, “বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট নিশ্চিত করেছে যে, ওই মহিলার উপর নির্যাতন করা হয়েছিল এবং তাঁকে ধর্ষণ করা হয়েছিল। ৫ এপ্রিল রাতে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে এক জায়গায় টেনে নিয়ে যায়। পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। তারপর তাঁর গোপন অঙ্গে রড ঢুকিয়ে দেয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিত্যক্ত জায়গায় ওই মহিলাকে ফেলে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। নিজের রক্তমাখা জামা এবং রক্তমাখা রডটি কালভার্টে ফেলে দেয়। পুলিশ জানিয়েছে, সেই রক্তমাখা জামাকাপড় এবং রড উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : Meeting Yogi Adityanath : যোগীর কাছে নালিশ জানাতে ২১০ কিমি দৌড় লাগাল ছোট্ট কাজল, কী সেই নালিশ?