Union Minister Dharmendra Pradhan: ‘এখানকার মাটি সংগ্রহ আমার কাছে সৌভাগ্যের’, স্বাধীনতা সংগ্রামীর জন্মভিটেতে দাঁড়িয়ে বললেন ধর্মেন্দ্র প্রধান
Union Minister Dharmendra Pradhan: জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে দেখা যায় তাঁকে। সেখানেই কেন এই কর্মসূচি নেওয়া হয়েছে তাও ব্যখ্য়া করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই কাজ করে তিনি যে নিজেকে ভাগ্যবান মনে করছেন তাও সকলের সামনে দাঁড়িয়ে বলেন কেন্দ্রীয় মন্ত্রী।
ওড়িশা: ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি চলছে গোটা দেশে। সেই কর্মসূচিকে সঙ্গী করে সোমবার ওড়িশায় গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিন তিনি স্বাধীনতা সংগ্রামী বীর সুরেন্দ্র সাইয়ের জন্মস্থান পরিদর্শন করেন। ওড়িশার সম্বলপুর জেলার খিন্দা গ্রামের বাড়ি থেকে পবিত্র মাটিও সংগ্রহ করেন। সেখানেই জনসাধারণের উদ্দেশে ভাষণ দিতে দেখা যায় তাঁকে। কেন এই কর্মসূচি নেওয়া হয়েছে তাও ব্যখ্য়া করেন কেন্দ্রীয় মন্ত্রী। এই কাজ করে তিনি যে নিজেকে ভাগ্যবান মনে করছেন তাও সকলের সামনে দাঁড়িয়ে বলেন কেন্দ্রীয় মন্ত্রী।
ধর্মেন্দ্র প্রধান বলেন, “সুরেন্দ্র সাইয়ের জন্মস্থান সম্বলপুর, খিন্দা থেকে আজ পবিত্র মাটি সংগ্রহ করা আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। তিনি দীর্ঘ সময় ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাঁর বীরত্ব ও সাহসিকতার প্রমাণ দিয়েছেন। এই কাজে স্থানীয় বাসিন্দারা যেভাবে তুমুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন তা অভূতপূর্ব।”
তিনি জনগণের উদ্দেশে বলেন, “আজ যখন দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করছে, তখন আপনারা সুরেন্দ্র সাইয়ের মূল্যবোধকে স্মরণ করুন। জনগণের সংগ্রাম ও অধিকারের জন্য ঐক্যবদ্ধ হোন। খিন্দা গ্রামকে সুন্দর করে পর্যটন কেন্দ্রে পরিণত করুন। সম্মিলিত প্রচেষ্টা চালান।”