‘সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে একজোট হতে হবে’, কাবুলে আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা ভারতের
India on Kabul Airport Blasts: বৃহস্পতিবারই একের পর এক বিস্ফোরণ হয় কাবুলের হামিদ কারজ়াই বিমানবন্দরের বাইরে। ঘটনায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
নয়া দিল্লি: কাবুল বিমানবন্দর(Kabul Airport)-র বাইরে আত্মঘাতী হামলা(Suicide Blast)র সমালোচনায় সরব হল ভারত (India)। এই কঠিন পরিস্থিতির মাঝেও এইধরনের হামলার ঘটনা গোটা বিশ্বকে একজোট হওয়ার প্রয়োজনীয়তা আরও একবার বুঝিয়ে দিল, এ কথা বলা হয় বিদেশমন্ত্রকের তরফে।
বৃহস্পতিবারই একের পর এক বিস্ফোরণ হয় কাবুলের হামিদ কারজ়াই বিমানবন্দরের বাইরে। প্রথম বিস্ফোরণটি বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে থাকা সাধারণ আফগানবাসীদের মাঝেই ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষের দেহ। দেখে তাদের জো টুকু নেই। পরবর্তী বিস্ফোরণ হয় বিমানবন্দরের কাছেই ব্যারন হোটেলের সামনে। এই হোটেলেই আশ্রয় নিয়েছিলেন বহু আফগান, মার্কিন ও ব্রিটেনবাসী।
পরে স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, মোট পাঁচটি বিস্ফোরণ হয়েছে কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা জুড়ে। এএফপি সংবাদসংস্থার তরফে এখনও অবধি মোট তিনটি বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়েছে। বিস্ফোরণের পিছনে তালিবানের হাত রয়েছে বলে প্রথমে সন্দেহ করা হলেও তালিব মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ জানান, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবে জড়িত নন। বরং আত্মঘাতী বিস্ফোরণের সমালোচনা করছেন। আইসিসের মতো জঙ্গিগোষ্ঠী এইধরনের বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে।
এরপরই গতরাতেই আইসিসি-কে জঙ্গি সংগঠন আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নেয়। তারা জানায়, মার্কিন বাহিনীকে শায়েস্তা করতেই এই হামলা চালানো হয়েছে। একজন বোমারুকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সে যেন মার্কিন সেনার কাছেই বিস্ফোরণ ঘটায়, এমনটাও জানা গিয়েছে। কাবুল স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, একাধিক বিস্ফোরণে এখনও অবধি কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। পেন্টাগনের তরফেও জানানো হয়েছে, তাদের কমপক্ষে ১৩ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) গতকালই হোয়াইট হাউস থেকে কড়া বার্তা দিয়ে বলেন, “আমরা ভুলব না, ক্ষমাও করব না। যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের খুঁজে বের করা হবে এবং এত সংখ্যক প্রাণহানীর জন্য তাদের মূল্য চোকাতে হবে।” প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-ও সমালোচনা করে বলেছেন, “এই ধরনের ঘটনা ঘটাই উচিত ছিল না।”
এ দিকে, ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিস্ফোরণের সমালোচনা করা হয়। সরকারি বিবৃতিতে বলা হয়, “আজকের এই হামলা আরও একবার সন্ত্রাসবাদ ও যারা জঙ্গিদের আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হয়ে দাঁড়ানোর প্রয়োজনীয়তাই বুঝিয়ে দিল।” মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, “ভারত এইধরনের বোমা বিস্ফোরণের তীব্র বিরোধিতা ও সমালোচনা করছে। যারা এই সন্ত্রাসবাদী হামলার শিকার হলেন, তাদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি আমরা।” আরও পড়ুন: চারিদিকে শুধু রক্ত আর ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহের টুকরো, কমপক্ষে ৫টি বিস্ফোরণ বিমানবন্দরের বাইরে, মৃত ৬০