Ministry of External Affairs: ‘সর্বদাই স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে সওয়াল করেছি আমরা’, ভারতের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক

Israel-Hamas War: বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, "ভারত বরাবরই সুরক্ষিত ও স্বীকৃত সীমান্তের মাধ্য়মে ইজরায়েলের সঙ্গে সহাবস্থান এবং স্বাধীন, সার্বভৌম প্যালেস্তাইনের লক্ষ্যে আলোচনার পক্ষে সওয়াল করেছে। প্য়ালেস্তাইন নিয়ে ভারত বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছে।"

Ministry of External Affairs: 'সর্বদাই স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে সওয়াল করেছি আমরা', ভারতের অবস্থান স্পষ্ট করল বিদেশ মন্ত্রক
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 5:01 PM

নয়া দিল্লি: যুদ্ধ শুরু হয়েছে ইজরায়েল-হামাসের মধ্যে। প্রাণঘাতী এই সংঘর্ষে এখনও অবধি প্রায় ৪ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। এই যুদ্ধে ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে ভারত (India)। তবে সার্বভৌম প্যালেস্তাইন (Palestine) গঠনের পক্ষেও যে দীর্ঘদিন ধরে সওয়াল করেছে ভারত, তাও মনে করিয়ে দিল বিদেশ মন্ত্রক (Ministry of External Affiars)।

বৃহস্পতিবারই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানান, ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত। সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দেরও উদ্ধার করে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবারই ২৩০ জন ভারতীয়দের নিয়ে প্রথম বিমান দিল্লিতে এসে পৌঁছয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ভারত বরাবরই সুরক্ষিত ও স্বীকৃত সীমান্তের মাধ্য়মে ইজরায়েলের সঙ্গে সহাবস্থান এবং স্বাধীন, সার্বভৌম প্যালেস্তাইনের লক্ষ্যে আলোচনার পক্ষে সওয়াল করেছে। প্য়ালেস্তাইন নিয়ে ভারত বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছে। নীতিগত কোনও পরিবর্তন করা হয়নি।”

অপারেশন অজয় নিয়ে অরিন্দম বাগচী বলেন, “বর্তমানে ইজরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় আটকে রয়েছেন। তাদের উদ্ধার করে আনার জন্য় অপারেশন অজয় শুরু করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই প্রথম বিমান ইজরায়েলে পৌঁছবে এবং ২৩০ জনকে উদ্ধার করে আনা হবে।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হচ্ছে। আমি ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের অনুরোধ করছি ভারতীয় দূতাবাসে নিজেদের নাম রেজিস্টার করান। ওই রেজিস্ট্রেশনের ভিত্তিতেই আরও বিমানের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় সরকার সব রকমের ব্যবস্থা করছে। প্রয়োজনে নৌবাহিনীর সাহায্যও নেওয়া হবে।”