Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: আড়াই বছরে প্রধানমন্ত্রীর বিদেশসফরে খরচ ২৫৮ কোটি টাকা, খতিয়ান তুলে ধরল বিদেশমন্ত্রক

PM Modi: কার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী? জানা গিয়েছে, মোদীর 'ঘন ঘন' বিদেশ বিভুঁইয়ে যাওয়া নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে।

PM Modi: আড়াই বছরে প্রধানমন্ত্রীর বিদেশসফরে খরচ ২৫৮ কোটি টাকা, খতিয়ান তুলে ধরল বিদেশমন্ত্রক
প্রধানমন্ত্রী মোদীImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 3:29 PM

নয়াদিল্লি: সদ্যই মরিশাসে থেকে ফিরেছেন মোদী। লোকসভা ভোট মেটার পর থেকেই বিশ্ব ভুবন সফরে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সেরেছেন কূটনৈতিক বৈঠকও। কিন্তু জানেন কি, দেশের প্রধানমন্ত্রীর এই বিদেশসফরে কত টাকা খরচ করে পড়ে সরকারের?

বৃহস্পতিবার, এই প্রশ্নেরই উত্তর দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। রাজ্যসভায় তুলে ধরেছে মোদীর আড়াই বছরের সফরের আর্থিক খতিয়ান। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিটার পেশ করা তথ্য অনুযায়ী, গত আড়াই বছরে অর্থাৎ ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর ৩৮টি বিদেশসফর মিলিয়ে মোট খরচ হয়েছে ২৫৮ কোটি টাকা।

কার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই খতিয়ান তুলে ধরলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী? জানা গিয়েছে, মোদীর ‘ঘন ঘন’ বিদেশ বিভুঁইয়ে যাওয়া নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। তাঁর প্রশ্নের জবাবদিহি করতে গিয়েই এই তথ্য় তুলে ধরেছে তারা।

বিদেশ প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, এই গোটা টাকা যে শুধু প্রধানমন্ত্রীর একার খরচ হয়েছে এমনটা নয়। তাঁর সঙ্গে যাওয়া প্রতিটি দেশে যাওয়া বিশেষ নিরাপত্তারক্ষী, মিডিয়া প্রতিনিধি, আমলাদের থাকা-খাওয়া মিলিয়ে দাঁড়িয়েছে এই হিসাব।

তবে প্রধানমন্ত্রী কোন দেশে পাঠাতে সব থেকে বেশি খরচ হয়েছে কেন্দ্র সরকারের? বিদেশমন্ত্রকের তুলে ধরা তথ্য অনুযায়ী, ২০২৩ সালে জুন মাসে প্রধানমন্ত্রী আমেরিকা সফরেই এখনও পর্যন্ত সবথেকে বেশি খরচ হয়েছে সরকারের। ওই একটি সফরের মোট খরচ দাঁড়িয়েছিল ২২ কোটি টাকার অধিক। এরপর ২০২৪ সালেও একই ভাবে মোদী আমেরিকায় গিয়ে খরচ হয়ে যায় প্রায় ১৫ কোটি টাকা। ২০২৩ সালে জাপান সফরে গিয়ে খরচ হয়েছিল প্রায় সাড়ে ১৭ কোটি টাকা। ২০২২ সালে নেপাল সফরে খরচ হয়েছিল ৮০ লক্ষ টাকা।