AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mock Drill: বৃহস্পতিবার আবার হবে মক ড্রিল, কোন কোন রাজ্যে জানুন

India-Pakistan Tension: জানা গিয়েছে, ফের একবার মক ড্রিল হতে চলেছে। পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় মক ড্রিল হবে।

Mock Drill: বৃহস্পতিবার আবার হবে মক ড্রিল, কোন কোন রাজ্যে জানুন
ফের হবে মক ড্রিল।Image Credit: PTI
| Edited By: | Updated on: May 28, 2025 | 3:05 PM
Share

নয়া দিল্লি: দিন কয়েক আগেই ভারত-পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ দেখেছে দেশের জনগণ। সীমান্তে মুহূর্মুহূ গুলি চলেছে। ড্রোন, মিসাইল দিয়েও হামলা চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। প্রতিটা হামলাই প্রতিহত করেছে ভারত। তবে সীমান্তে বিপদ এখনও কমেনি। কেন্দ্রের তরফে এল বড় আপডেট। আবার হতে চলেছে মক ড্রিল।

জানা গিয়েছে, ফের একবার মক ড্রিল হতে চলেছে। পাকিস্তান সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে আগামীকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় মক ড্রিল হবে। তালিকায় রয়েছে গুজরাট, পঞ্জাব, রাজস্থান, জম্মু কাশ্মীর। এই সব রাজ্যগুলিতে মক ড্রিল হবে। এই সময় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত-পাকিস্তান সংঘাত শুরুর পরই মক ড্রিল হয়েছিল। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরদিনই, গত ৮ মে দেশের বিভিন্ন রাজ্যে মক ড্রিল হয়েছিল। যুদ্ধ বা সঙ্কটকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে সতর্ক ও সুরক্ষিত থাকবেন, তাই-ই শেখানো হয়েছিল। সাইরেন বাজলে সতর্ক হয়ে যাওয়া, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, লাইট অফ করে দেওয়ার মতো কাজ করতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য় জবাব ছিল অপারেশন সিঁদুর। ২২ জন পর্যটককে নৃশংসভাবে হত্যার জবাবে ৭ মে-র মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা।