PM Modi on Operation Sindoor: ‘এবার কথা হলে পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে…’, পড়শি দেশকে সাফ বার্তা মোদীর
PM Modi on Operation Sindoor: মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সন্ত্রাসবাদ নিয়েই হবে। আর তাতে কারওর মধ্যস্থতা প্রয়োজন নেই।' এই বার্তার ঠিক পরের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদীর মুখে শোনা গেল একই কথা।

নয়াদিল্লি: আমেরিকার দাবি, তাদের মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘাতে বিরতি পড়েছে। কিন্তু সেই বিরতি কতদিনের? তা থেকে কোনও আলোচনা যেতে পারে কি দুই দেশের সরকার? মোদীর বার্তায় সেই প্রসঙ্গটাই স্পষ্ট হয়ে গেল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘পাকিস্তানের সঙ্গে যদি কথা হয়ও, তা হবে সন্ত্রাসবাদ নিয়ে। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। আজ বুদ্ধপূর্ণিমা। শান্তির পথও যুদ্ধ দিয়েই হয়।’
ভারত যে পাক-অধিকৃত কাশ্মীরে ফেরাতে উৎসাহী তা আমেরিকাকেও বুঝিয়ে দিয়েছেন মোদী। রবিবার নিউ ইয়র্ক টাইমের একটি প্রতিবেদনে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও প্রধানমন্ত্রী মোদীর চলা কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হয়। শনিবার যখন তাদের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে ভারত-পাকিস্তান, বলে সমাজমাধ্যমে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন ট্রাম্প। সেই আবহে ফোনে কথা মোদী ও ভান্সের।
মার্কিন ভাইস প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সন্ত্রাসবাদ নিয়েই হবে। আর তাতে কারওর মধ্যস্থতা প্রয়োজন নেই।’ এই বার্তার ঠিক পরের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদীর মুখে শোনা গেল একই কথা।
পাশাপাশি, সোমবার মোদীর ভাষণের আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, ‘দুই দেশের বিবাদের জন্য দায়ী সন্ত্রাস, কাশ্মীর এবং জল। তাই এগুলো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন।’ এই আবহেই আবার মোদীর মুখেও সেই আলোচনা প্রসঙ্গই।
উল্লেখ্য, এদিনের ভাষণপর্বে প্রতি কথায় পাকিস্তানকে চোখরাঙানি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদকে শেষ করতে তৈরি ভারত। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি সহ্য করা হবে না। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামোকে একেবারে নির্মূল করতে হবে। সন্ত্রাস ও আলোচনা যেমন একসঙ্গে চলতে পারে না। তেমনই, জল ও রক্ত একই সঙ্গে বইতে পারে না।’





