জুনের শুরুতেই আশু বর্ষা, আশার কথা জানাল কেন্দ্রীয় হাওয়া অফিস
সাধারণত, প্রতি বছর নিয়ম মেনে ১ জুন কেরলে সর্বপ্রথম প্রবেশ করে বর্ষা। এ বছর নির্ঘণ্ট মেনেই দেশে মৌসুমী বায়ুর আগমন ঘটবে এমনটা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় হাওয়া অফিস (India Meteorological Department)।
নয়া দিল্লি: বাংলা জুড়ে বৈশাখী গরম। তবে, এ বছর সে ভাবে গরমের দাপট বোঝেনি বাংলা। শুধু বাংলা নয়, দিল্লি, মুম্বই-সহ গোটা দেশেই সেভাবে প্রভাব ফেলতে পারেনি গ্রীষ্মের দাবদাহ। এরই মধ্য়ে, পশ্চিমী ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফসল পেয়েছে বাংলা। অন্যান্য় বছরের তুলনায় স্বস্তির আবহাওয়া দিল্লি, পঞ্জাব, রাজস্থানেও। দেশে বর্ষার আগমন নিয়ে এ বার আশার খবর দিলেন কেন্দ্রীয় আবহাওয়াবিজ্ঞান মন্ত্রকের (IMD) সচিব মাধবন রাজীবন। বৃহস্পতিবার, টুইট করে কেন্দ্রীয় সচিব জানান, নির্দিষ্ট সময়েই হবে বর্ষা।
সাধারণত, প্রতি বছর নিয়ম মেনে ১ জুন কেরলে সর্বপ্রথম প্রবেশ করে বর্ষা। এ বছর নির্ঘণ্ট মেনেই দেশে মৌসুমী বায়ুর আগমন ঘটবে এমনটা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় হাওয়া অফিস (India Meteorological Department)। তবে এদিন সচিব জানিয়েছেন, ১৫ মে বর্ষার আগমনের সুনির্দিষ্ট সূচি ঘোষণা করবে আবহাওয়া দফতর। ৩১ মার্চ বর্ষায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হবে।
Monsoon 2021 update: @Indiametdept Extended Range Forecast suggests monsoon will arrive over Kerala on time, around 1 June. This is an early indication. @Indiametdept official monsoon forecast on 15 May & rainfall forecast update around 31 May@moesgoi @drharshvardhan pic.twitter.com/peYXRMKnh5
— Madhavan Rajeevan (@rajeevan61) May 6, 2021
বাংলায় সাধারণত, ৮জুন থেকে বর্ষার আগমন ঘটে। তবে গত বছর রাজ্যে বর্ষার বৃষ্টিতে ব্যাপক ঘাটতি ছিল। যার জেরে খরা দেখা গিয়েছিল কয়েকটি জেলায়। এ বার রাজ্যে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি মৌসম ভবন। তবে, আবহাওয়া দফতরের অনুমান, অন্যান্য বছরের তুলনায় এ বছর ভালই বৃষ্টিপাত হবে, যা দেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের অঙ্ক ছাড়িয়ে যেতে পারে।
আরও পড়ুন: তৈরি হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা, আজও ঝড়-বৃষ্টির ব্যাটিং জারি থাকবে বাংলা জুড়ে