Crime: প্রেমিককে পেতে মাকে পৃথিবী থেকে সরিয়ে দিল মেয়ে
Crime: আনজাম্মা প্রেমে আপত্তি জানাতেই প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালায় ওই কিশোরী। জেঠিমেটলা থানায় নিখোঁজ ডায়েরি করেন আনজাম্মা। ঘটনার রাতে বাড়ি ফিরে আসে কিশোরী। সঙ্গে ছিল তার প্রেমিক। শিবার ভাইও তাদের সঙ্গ দেয়।

হায়দরাবাদ: প্রেম মেনে নেয়নি মা। তাই, প্রেমিক ও তাঁর ভাইকে নিয়ে মাকে খুনের অভিযোগ উঠল এক কিশোরীর বিরুদ্ধে। ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে এবং লোহার রড দিয়ে মাথায় মেরে মহিলাকে খুন করা হয়েছে। মৃতের নাম আনজাম্মা। পুলিশ কিশোরী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। ঘটনাটি তেলঙ্গানা হায়দরাবাদের।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরী দশম শ্রেণিতে পড়ে। কয়েকমাস আগে ইনস্টাগ্রামে পাগিলা শিবা নামে বছর উনিশের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের প্রেমের কথা জানতে পেরে যান আনজাম্মা। তিনি মেয়েকে পড়াশোনায় মনোযোগ দিতে বলেন। শিবার সঙ্গে কোনও সম্পর্ক না রাখার কথা বলেন।
আনজাম্মা প্রেমে আপত্তি জানাতেই প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালায় ওই কিশোরী। জেঠিমেটলা থানায় নিখোঁজ ডায়েরি করেন আনজাম্মা। ঘটনার রাতে বাড়ি ফিরে আসে কিশোরী। সঙ্গে ছিল তার প্রেমিক। শিবার ভাইও তাদের সঙ্গ দেয়।
পুলিশ জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় আনজাম্মার উপর হামলা করে কিশোরী ও তার প্রেমিক। লোহার রড দিয়ে মাথায় মারে। তারপর শ্বাসরোধ করে খুন করে। ঘটনার পর এলাকা ছেড়ে পালায় তারা। ঘটনার তদন্তে নেমে কিশোরী ও তার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
গতমাসে ওড়িশার গজপতি জেলায় এমনই একটি ঘটনা ঘটেছিল। ১৩ বছরের এক কিশোরী ও তার দুই পুরুষ বন্ধুকে গ্রেফতার করা হয় রাজলক্ষ্মী কর নামে এক মহিলাকে খুনের অভিযোগে। ওই কিশোরীকে ছোটবেলায় দত্তক নিয়েছিলেন রাজলক্ষ্মী কর। ওই কিশোরী দুই যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান বলে অভিযোগ। তাতে আপত্তি জানিয়েছিলেন রাজলক্ষ্মী। সেজন্যই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।

