মুখোমুখি জুকারবার্গ ও অম্বানি! কী কথা হল দুই ‘হেভিওয়েটের’ মধ্যে?

ভারতের উন্নতিতে একে অপরের সঙ্গে পরিকল্পনা বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেন দু'জন।

মুখোমুখি জুকারবার্গ ও অম্বানি! কী কথা হল দুই 'হেভিওয়েটের' মধ্যে?
অম্বানি ও জুকারবার্গ
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 7:21 PM

নয়া দিল্লি: ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন রিলায়্যান্সের কর্ণধার মুকেশ অম্বানি (Mukesh Ambani)। ফুয়েল ফর ইন্ডিয়া ২০২০ ইভেন্টে সাক্ষাৎ হল দেশের অন্যতম ধনী শিল্পপতির বাক্য বিনিময় হল জুকারবার্গের (Mark Zuckerberg) সঙ্গে। সেখানে ভারতের উন্নতিতে একে অপরের সঙ্গে পরিকল্পনা বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেন দু’জন।

ফুয়েল ফর ইন্ডিয়া ২০২০ ভার্চুয়াল অনুষ্ঠানে অম্বানি জুকারবার্গকে বলেন, “অর্থপূর্ণ বার্তা বিনিময়ের মাধ্যমে আমরা নিজেদের পণ্য, চিন্তা ও পরিকল্পনাকে একত্র করতে পারব। যার ফলে ভারত উন্নতি করতে পারবে।” কয়েক মাস আগেই দেশে বড় অঙ্কের লগ্নি করেছে ফেসবুক। চলতি বছরের এপ্রিল মাসেই ফেসবুক রিলায়্যান্সের ডিজিটাল প্লাটফর্ম জিয়োতে ৫.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় আয়ুষ বা হোমিওপ্যাথি ওষুধ নয়, ‘সুপ্রিম নির্দেশে’ হোঁচট কেন্দ্রের

মুকেশ অম্বানি, জুকারবার্গ ছাড়াও ফুয়েল ফর ইন্ডিয়া ২০২০ অনলাইন ইভেন্টে বক্তা হিসাবে ছিলেন হোয়াটসঅ্যাপ ইন ইন্ডিয়ার প্রধান অভিজিৎ বোস। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সেলস ও মার্কেটিং প্রধান অমর জোশী। ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন-সহ প্রমুখরা।