Mumbai Cruise Drug Case: ‘বেছে বেছে তারকাদেরই গ্রেফতার’, অভিযোগ নবাব মালিকের, পাল্টা জবাব দিলেন এনসিবি কর্তাও

NCB Reply to Nawab Malik's Comment on Mumbai Cruise Drug Case: নবাব মালিক যে দুইজন ব্য়ক্তির নাম উল্লেখ করেছিল্ন টুইটে, সেই দুই ব্যক্তি অর্থাৎ কিরণ গোসাভী ও মণীশ ভানুশালী ওই দিন বয়ান দিতেই এসেছিলেন বলে জানান এনসিবি কর্তা সমীর ওয়াঙ্খেড়ে।

Mumbai Cruise Drug Case: 'বেছে বেছে তারকাদেরই গ্রেফতার', অভিযোগ নবাব মালিকের, পাল্টা জবাব দিলেন এনসিবি কর্তাও
এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দেখানোর অভিযোগ এনেছে এনসিপি। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 4:05 PM

মুম্বই: মুম্বইয়ের প্রমোদতরীতে মাদকচক্র (Mumbai Cruise Drug Case) এবং সেই ঘটনায় জড়িত থাকায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খান(Aryan Khan)-র গ্রেফতারি নিয়ে পক্ষপাক্ষিত্বের অভিযোগ তুললেন এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। তাঁর অভিযোগ, গত সপ্তাহে প্রমোদতরীতে এনসিবি (NCB) যে তল্লাশি অভিযান চালিয়েছিল, তা পুরোটাই সাজানো এবং বিজেপির কিছু নেতাও এর সঙ্গে জড়িত রয়েছেন। বৃহস্পতিবার তারই জবাবে এনসিবির মুম্বই শাখার ডিরেক্টর সমীর ওয়াঙ্খেড়ে (Sameer Wankhede) বললেন, “যাবতীয় পদক্ষেপই আইনের অধীনে নেওয়া হয়েছে।”

এনসিপি নেতার অভিযোগের জবাবে তিনি বলেন, “মাদক উদ্ধার ও তার হেফাজতে নেওয়ার যাবতীয় নথি আইন অনুসারেই লেখা হয়েছে। আমরা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে প্রমোদতরীতে তল্লাশি অভিযান সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়েছি। তাও আরও একবার বলে রাখি যে ৯ জন আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়েছে। মামলা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপই আইনের অধীনে করা হযেছে।”

বুধবার এনসিপি নেতা নবাব মালিক বলেন, গত সপ্তাহে মুম্বইয়ের প্রমোদতরীতে যে তল্লাশি অভিযান চালিয়েছে, তা সম্পূর্ণরূপে ভুয়ো। ওই তল্লাশি অভিযানে বিজেপির কয়েকজন সদস্যও উপস্থিত ছিল। তিনি আরও অভিযোগ করেন, নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের অধীনে যে পদ্ধতি মেনে তল্লাশি অভিযান চালানো উচিত, সেই নিয়মও মানা হয়নি। ওই তল্লাশি অভিযান কেবল অভিযুক্তদের ফাঁসানোর  উদ্দেশ্য় নিয়েই চালানো হয়েছিল।

নবাব মালিক যে দুইজন ব্য়ক্তির নাম উল্লেখ করেছিল্ন টুইটে, সেই দুই ব্যক্তি অর্থাৎ কিরণ গোসাভী ও মণীশ ভানুশালী ওই দিন বয়ান দিতেই এসেছিলেন বলে জানান এনসিবি কর্তা সমীর ওয়াঙ্খেড়ে। রাজনৈতিক চাপে  কেবল তারকাদের গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সকলেই সরকারি কর্মী এবং আমরা কেবল নিজেদের দায়িত্ব পালন করছি। এনসিবি একটি দক্ষ প্রতিষ্ঠান এবং যদি কাউকে দেখা যায় এনডিপিএস নিয়ম ভঙ্গ করে কোনও পদক্ষেপ নিচ্ছেন, তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিগত এক বছরে মুম্বই তথা মহারাষ্ট্র জুড়ে এনসিবি বিভিন্ন তল্লাশি অভিযান ও তদন্ত চালিয়ে ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। দুটি বড় মাদক কারখানায় অভিযান চালানো হয়েছে এবং একাধিক মাদকচক্রের পর্দাফাঁস করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ধৃত অনেকেরই নাম আপনারা জানেন, সেই হিসাবে আমাদের কাজে সাফল্যই প্রমাণিত হচ্ছে। গত ১ বছরেই ১০০ কোটি টাকারও বেশি মাদক উদ্ধার করেছি আমরা এবং আগামিদিনেও এই কাজ চালিয়ে যাব।”

আরিয়ানের খানের বিরুদ্ধে কী কী প্রমাণ মিলেছে, এই প্রশ্নের জবাবে এনসিবি কর্তা জানান, বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন এবং এনসিবির তরফে যাবতীয় প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে। এখনও অবধি আমরা মোট ১৬ জনকে গ্রেফতার করেছি এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক উদ্ধার করেছি।

আরও পড়ুন: Mumbai Cruise Drug Party: ফের হেফাজত নাকি জামিন? আজ আবারও আদালতে তোলা হবে শাহরুখ-পুত্রকে