মুম্বই: বেড়েই চলেছে করোনা সংক্রমণ, এ দিকে হেলদোল নেই রাজ্যবাসীর। মাস্ক (Mask) না পরলে মোটা অঙ্কের জরিমানার কথা আগেই ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। তবে জরিমানা করায় যে ঘুসি জুটবে, এ কথা কল্পনাও করতে পারেননি বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation)-র আধিকারিক। শনিবার এমনটাই ঘটেছে মুম্বইয়ের কান্দিভালি এলাকায়। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিযুক্ত মহিলা মাস্ক ছাড়াই রিক্সায় চেপে যাচ্ছিলেন। কান্দিভালি লিঙ্ক রোডের কাছে মহাবীর নগর ট্রাফিক সিগন্যালে রিক্সাটি দাঁড়ালে বিএমসি (BMC)-র এক মহিলা আধিকারিক তাঁকে আটকান এবং মাস্ক না পরার কারণ জানতে চান।
মাস্ক না পরার জন্য ২০০ টাকা জরিমানা করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা। তর্ক শুরু করে দেন মার্শালের সঙ্গে। উত্তেজনা বাড়তেই আচমকাই ওই মহিলা আধিকারিকের মুখে ঘুসি মারেন অভিযুক্ত মহিলা। ঘটনাস্থানে উপস্থিত এক ব্যক্তি সেই ঘটনাটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আরও পড়ুন: ফের উদ্বেগ বাড়াচ্ছে মার্চের শেষ প্রহর! আবারও বাড়বাড়ন্ত করোনার
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পর্যবেক্ষক প্রশান্ত কাম্বলে এই বিষয়ে বলেন, “সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। নিয়মভঙ্গ করলে ২০০ টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। কান্দিভালি এলাকায় এক মহিলা মাস্ক না পরায় জরিমানা করতেই তিনি বিএমসির আধিকারিককে ঘুসি মারেন। গোটা ঘটনাটি তদন্ত করছে চারকপ পুলিশ।”
দেশে ক্রমবর্ধমান সংক্রমণের একটি বড় অংশই মহারাষ্ট্রের বাসিন্দারা। ক্রমশ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগেই লকডাউনের সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। শুক্রবারই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি কর্মস্থান, সিনেমা হল ও অন্যান্য প্রতিষ্ঠান পরিচালন করতে হবে। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেন, “যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে লকডাউনের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক জেলায় নাইট কার্ফু (Night Curfew) ও লকডাউন (Lockdown) জারি করা হয়েছে। প্রয়োজন অনুসারে পরবর্তী পদক্ষেপ করা হবে।”
আরও পড়ুন: ‘রোমাঞ্চিত’ মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক নমোর, উঠে এলে চিন প্রসঙ্গ