Parvesh Verma’s Daughter: ‘নাম একটা স্তর পর্যন্তই সাহায্য করে’, বড় কথা কেজরীকে হারানো প্রবেশ ভর্মার দুই কন্যার

Delhi Assembly Election Results 2025: বাবা কি মুখ্যমন্ত্রী হবেন দিল্লির? এই প্রশ্নের উত্তরে সানিধী বলেন, "দল যে পদ দেবে, বাবা সেই দায়িত্বই গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী হবেন কি না, সেই উদযাপন পরে। আপাতত আগে আমরা বাবার বিধায়ক হওয়ার উদযাপন করি।"

Parvesh Vermas Daughter: নাম একটা স্তর পর্যন্তই সাহায্য করে, বড় কথা কেজরীকে হারানো প্রবেশ ভর্মার দুই কন্যার
প্রবেশ ভর্মার দুই কন্যা তৃষা ও সানিধী।Image Credit source: ANI

|

Feb 08, 2025 | 3:19 PM

নয়া দিল্লি: দিল্লিতে পালাবদল। পদ্মের হাওয়ায় এবার সাফ আপের ঝাড়ু। হেরে গিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। তাঁকে হারিয়েছেন বিজেপির দুইবারের সাংসদ প্রবেশ সিং ভর্মা। তাঁর জয়ে খুব খুশি পরিবার। কী প্রতিক্রিয়া তাঁর দুই কন্যার?

বিজেপির জয়ী প্রার্থী প্রবেশ ভর্মার তিন সন্তান। তৃষা, সানিধী ও শিবেন। আজ, ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তাঁর ছোট মেয়ে বলেন, “খুব খুশি আমরা। আশাতীত জয় এটা। কেজরীবালকে যেতেই হত দিল্লি থেকে।”

বাবা কি মুখ্যমন্ত্রী হবেন দিল্লির? এই প্রশ্নের উত্তরে সানিধী বলেন, “দল যে পদ দেবে, বাবা সেই দায়িত্বই গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী হবেন কি না, সেই উদযাপন পরে। আপাতত আগে আমরা বাবার বিধায়ক হওয়ার উদযাপন করি। এই জয় খুব দরকারি ছিল। কোনটা সঠিক, কোনটা ভুল, তা বেছে নিয়েছে দিল্লিবাসী। বাবা দিনরাত এক করে পরিশ্রম করেছেন। তার ফল পেলেন।”

প্রবেশ ভর্মার বড় কন্যা তৃষা বলেন, “জয়ের পর বাবা একটাই কথা বলেছেন, বেটা আজ দাদাজি খুব খুশি হবে। ঠাকুর্দা যে পরম্পরা রেখে গিয়েছিলেন, তা আজ তা পূর্ণ হবে। বাবা সেই কাজ করবেন, দলের সমর্থনে।”

তৃষা বলেন, “আমরা কতটা খুশি , তা বলার ভাষা নেই। নয়া দিল্লির মানুষজনের যে অভিযোগ ছিল, তা দূর করার সুযোগ দিয়েছেন। তার জন্য আমরা কৃতজ্ঞ।”

কেজরীবালের এই হারের পর কী অনুভূতি হচ্ছে, তৃষা বলেন “কেজরীবালই হোক বা অন্য কেউ। কাজ না করলে, তার ফল পেতেই হবে। দিল্লিবাসী তা প্রমাণ করে দেখিয়েছেন। নাম একটা স্তর অবধিই সাহায্য করে, তারপর কাজই করতে হয়।”