AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: বাংলায় ‘শত্রু’, বেঙ্গালুরুতে ‘বন্ধু’! বাম-কংগ্রেস-তৃণমূলের সমীকরণ বুঝিয়ে কটাক্ষ মোদীর

Narendra Modi: বিরোধীদের কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, 'দেশের মানুষ খোলা চোখে সবকিছু দেখতেও পাচ্ছে আর বুঝতেও পারছে।'

Narendra Modi: বাংলায় 'শত্রু', বেঙ্গালুরুতে 'বন্ধু'! বাম-কংগ্রেস-তৃণমূলের সমীকরণ বুঝিয়ে কটাক্ষ মোদীর
বিরোধীদের আক্রমণ মোদীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 11:02 PM
Share

নয়া দিল্লি: ক্ষুদ্র স্বার্থের জন্য একজোট হয়েছে বিরোধী দলগুলি! দিল্লিতে এনডিএ (NDA)-র বৈঠক থেকে বিরোধী জোটকে এই বার্তা দিতে গিয়ে বাংলার রাজনীতির উদাহরণ টেনে আনেন নরেন্দ্র মোদী। রাজ্যে চরম বিরোধ থাকা সত্ত্বেও মোদী সরকারের বিরুদ্ধে কীভাবে একজোট হচ্ছে দলগুলি, সে কথাই বলেছেন মোদী।

বিরোধীদের কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের মানুষ খোলা চোখে সবকিছু দেখতেও পাচ্ছে আর বুঝতেও পারছে।’ তাঁর দাবি, কী কারণে বিরোধীদের এই সমঝোতা, কোন ক্ষুদ্র স্বার্থের জন্য তারা মূল্যবোধের সঙ্গেও আপোশ করছে, সেটা মানুষ বেশ বুঝতে পারছে।

এই প্রসঙ্গে মোদী উল্লেখ করেন, কেরলে বাম ও কংগ্রেসের মধ্যে চরম বিরোধ থাকা সত্ত্বেও বেঙ্গালুরুতে দুই দলের নেতা কীভাবে একে অপরের হাত ধরে হাসছে। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে বাম ও কংগ্রেসের ওপর তৃণমূল আক্রমণ করলেও তাদের নেতারা তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে পারছে না। আরজেডি ও জেডিইউ কোন ভাষায় একে অপরের সঙ্গে কথা বলে সেটাও মানুষ কাছ থেকে দেখেছে বলে মন্তব্য করেন মোদী।

বিরোধী দলগুলির এই সমীকরণ উল্লেখ করে মোদী বলেন, ‘রাজনীতির স্বার্থে এই সব দল কাছে আসতে পারে কিন্তু সঙ্গে থাকতে পারে না।’ তাঁর দাবি, এই জোটে নেতারা একে অপরকেও বিশ্বাস করতে পারবেন না। তিনি বলেন, ‘এই সব দলগুলি মোদী সরকারের বিরোধিতায় এত সময় ব্যয় না করে, এই সময়টা যদি দেশের কাজে লাগাত তাহলে ভাল হত।’

উল্লেখ্য, সোমবার ও মঙ্গলবারই বিরোধী দলগুলি একজোট হয়ে বৈঠক করেছে বেঙ্গালুরুতে। কংগ্রেস ছাড়াও তৃণমূল, আপ, শিব সেনা, সপা, সিপিএমের মতো দলের নেতারা। সেই বৈঠক শেষ হওয়ার পরই এনডিএ-র বৈঠক থেকে এই বিরোধীদের কড়া বার্তা দিলেন মোদী।