PM Modi: বিশ্বে চলতি সংকটের মাঝেই পরপর মাইলফলক ছুঁয়ে চলেছে ভারত: মোদী
PM Modi: শনিবার অন্ধ্রপ্রদেশের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেছেন, 'একের পর এক মাইল ফলক ছুঁয়েছে ভারত। '
বিশাখাপত্তনম: ভারত ক্রমাগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, একথা বারংবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গিয়েছে। তিনি বলেছেন, উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া এবং নয়া চিন্তাভাবনা বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রবিন্দু হল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্র প্রদেশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে দেশ পরপর মাইলফলক ছুঁয়ে চলেছে। যে সময় সারা বিশ্ব একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমাদের দেশ ইতিহাস গড়ছে।
শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১০ কোটি হাজারের বেশি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব ও অন্ধ্রপ্রদেশের মুখ্য়মন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। এই প্রকল্পের সূচনা করে তিনি এদিন বলেছেন, ‘আজ বিশাখাপত্তনমে যোগাযোগ ব্যবস্থা, তেল ও গ্য়াস ক্ষেত্রে বেশ কিছু প্রকল্পের সূচনা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে অন্ধ্র প্রদেশের উন্নয়ন ত্বরাণ্বিত হবে।’ মোদী বলেছেন, তিনি অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য এই একাধিক প্রকল্প উৎসর্গ করে খুব খুশি। তিনি বিশাখাপত্তনমকে বিশেষভাবে গরুত্বপূর্ণ বলে জানিয়েছেন, ‘বিশাখাপত্তনম প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ বন্দর ছিল। এই বন্দরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসা-বাণিজ্য চলত। এখনও পর্যন্ত ভারতে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হল বিশাখাপত্তনম। ভারতের সঙ্গে বিশ্বের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশাখাপত্তনম। পশ্চিম এশিয়া থেকে রোম, বিশাখাপত্তনমের বন্দরগুলি ভারতের বাণিজ্যের কেন্দ্র ছিল।’
এদিন মোদী আরও বলেছেন, ‘এখন গোটা বিশ্ব একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়েও বিভিন্ন ক্ষেত্রে পরপর মাইলফলক ছুঁয়ে চলেছে ভারত এবং ইতিহাস রচনা করছে। সরকারি সকল প্রকল্পের কেন্দ্রবিন্দুই হল সাধারণ জনগণ।’ মোদী এদিন আরও জানিয়েছেন, দেশের নাগরিকদের কথা ভেবেই বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্প ও সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেছেন, ‘আজ়াদি কা অমৃত কালের সঙ্গে ভারত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হল সামগ্রিক বৃদ্ধি।’ তিনি বলেছেন, ‘প্রত্যেকটি শহরের ভবিষ্যৎ হল মাল্টি-মডেল ট্রান্সপোর্ট সিস্টেম এবং বিশাখাপত্তনম এক্ষেত্রে এক ধাপ এগিয়ে গিয়েছে।’
তিনি বলেছেন শিক্ষা, শিল্পোদ্যগ, প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা, অন্ধ্র প্রদেশের মানুষ সব ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। তিনি বলেছেন, ‘নয়া চিন্তাভাবনা, নয়া সমাধান ও দ্রুত উন্নয়নের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। এটা সম্ভবপর হয়েছে কারণ দেশের সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে কাজ করছে ভারত এবং সাধারণ নাগরিকের জীবনযাপন ভাল করার উদ্দেশেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি এদিন ব্লু ইকোনমির কথাও বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত ব্লু ইকোনমি তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তিনি বলেছেন, ‘ব্লু ইকোনমির সঙ্গে সম্পর্কিত অসংখ্য সম্ভাবনা বোঝার প্রচেষ্টা চালাচ্ছে দেশ। বন্দর কেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে আমরা ভারতের ব্লু ইকোনমিতে অনেক সুযোগ বৃদ্ধি হয়েছে।’