BJP meeting in Delhi: ১১০০০ প্রতিনিধিকে নিয়ে বৈঠকে বসছেন মোদী-নাড্ডা, উঠতে পারে সন্দেশখালি প্রসঙ্গ

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 17, 2024 | 9:28 AM

BJP meeting in Delhi: জানা গিয়েছে, দু'দিনের অধিবেশনে দু'টি রেজোলিউশন পাস করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রেজোলিউশনের প্রথমটি হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে। আর দ্বিতীয়টি হতে পারে দেশের আর্থিক পরিস্থিতিতে বিজেপির অবস্থান প্রসঙ্গে।

BJP meeting in Delhi: ১১০০০ প্রতিনিধিকে নিয়ে বৈঠকে বসছেন মোদী-নাড্ডা, উঠতে পারে সন্দেশখালি প্রসঙ্গ
দু দিনের বৈঠক শুরু বিজেপির
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে নেতাদের মুখোমুখি হতে চলেছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। আসন্ন নির্বাচনে যাতে সব আসনে মাটি পোক্ত করা যায়, তার জন্যই বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিজেপি নীতি নির্ধারক কমিটির অধিবেশন। দু দিন ধরে চলবে সেই অধিবেশন। লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করা হতে পারে এই বৈঠকে। গোটা দেশের প্রায় ১১৫০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বৈঠকের শুরুতেই ভাষণ দেবেন জে পি নাড্ডা আর রবিবার সমাপ্তি বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে হবে এই বৈঠক।

বৈঠকে উঠে আসতে পারে সন্দেশখালি-সহ বাংলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ। বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি রাজ্য সংগঠনের শীর্ষ নেতারা। থাকবেন বাংলার সাংসদ ও বিধায়কেরাও।

জানা গিয়েছে, দু’দিনের অধিবেশনে দু’টি রেজোলিউশন পাস করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রেজোলিউশনের প্রথমটি হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে। আর দ্বিতীয়টি হতে পারে দেশের আর্থিক পরিস্থিতিতে বিজেপির অবস্থান প্রসঙ্গে। সে ক্ষেত্রে সংসদে পেশ হওয়া ইউপিএ জামানার আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্রের উপর জোর দেওয়া হবে। এছাড়াও আলোচনা হতে পারে রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় বৈঠক শুরু হওয়ার কথা। চলবে দুপুর ৩ টে পর্যন্ত। উপস্থিত থাকবেন ন্যাশনাল কাউন্সিলের সব সদস্য, গোটা দেশের সব জেলার বিজেপি সভাপতি, লোকসভার কনভেনার, ফিনান্স কমিটি, মিডিয়া সেলের কনভেনার, আইটি সেলের কর্মী- সবাই উপস্থিত থাকবেন এই বৈঠকে।

Next Article