AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NSA Doval meets PM Modi: মক ড্রিলের আগে ডোভালের সঙ্গে বৈঠক মোদীর, বড় সিদ্ধান্ত কি সময়ের অপেক্ষা?

NSA Doval meets PM Modi: ১৯৭১ সালের পর প্রথমবার দেশের নানা প্রান্তে আপৎকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য মক ড্রিল করা হবে বুধবার (৭ মে)। সেই আবহেই এদিন ডোভালের সঙ্গে বৈঠক করলেন মোদী। এর আগে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি।

NSA Doval meets PM Modi: মক ড্রিলের আগে ডোভালের সঙ্গে বৈঠক মোদীর, বড় সিদ্ধান্ত কি সময়ের অপেক্ষা?
অজিত ডোভালের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর (ফাইল ফোটো)Image Credit: PTI
| Updated on: May 06, 2025 | 1:46 PM
Share

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে তীব্র টানাপোড়েনের আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডোভাল। গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন মোদী। আগামিকাল (৭ মে) দেশের ২৮৮টি এলাকায় মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার আগে মোদীর সঙ্গে ডোভালের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার পর এতবড় সন্ত্রাসবাদী হামলা হয়নি ভারতে। ২০১৯ সালে পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল।

পহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন। যারা পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চন্দ্রভাগার জল বন্ধ করা হয়। দুই দেশের মধ্যে টানাপোড়েন বাড়ে।

আবার ১৯৭১ সালের পর প্রথমবার দেশের নানা প্রান্তে আপৎকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য মক ড্রিল করা হবে বুধবার (৭ মে)। সেই আবহেই এদিন ডোভালের সঙ্গে বৈঠক করলেন মোদী। এর আগে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা সেনার রয়েছে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, এদিন মক ড্রিল নিয়ে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। সিভিল ডিফেন্স, এনডিআরএফ-র ডিজি সহ পদস্থ কর্তারা এই বৈঠকে অংশ নেন।