AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army Roaring: হাও ইজ দ্য জোশ? গর্জে উঠলেন পূর্বাঞ্চলীয় কমান্ডার, নৌসেনার ‘বদলা’ শুধু সময়ের অপেক্ষা?

Indian Army Roaring: হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে জঙ্গিদের। ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়ে বার্তা আসছে আন্তর্জাতিক আঙিনা থেকেও। তরতর করে ঘামছে পাকিস্তান।

Indian Army Roaring: হাও ইজ দ্য জোশ? গর্জে উঠলেন পূর্বাঞ্চলীয় কমান্ডার, নৌসেনার ‘বদলা’ শুধু সময়ের অপেক্ষা?
কিসের পরিকল্পনা করছে নৌসেনা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 5:21 PM
Share

নয়া দিল্লি: চাপ বাড়াচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন, এমন জবাব দেব কল্পনাো করতে পারবেন না। হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে জঙ্গিদের। ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়ে বার্তা আসছে আন্তর্জাতিক আঙিনা থেকেও। তরতর করে ঘামছে পাকিস্তান। রণহুঙ্কার দিল ভারতীয় নৌসেনাও। নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের ফ্লাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিনাল রাজেশ পেনধরকার। তবে কী বড়সড় অপারেশনের ছক? বাড়ছে জল্পনা।  

শুক্রবার বিশাখাপত্তনম এ পূর্বাঞ্চলীয় নৌবাহিনীর সদর দপ্তরে নৌ সেনা আধিকারিক এবং নৌবাহিনীর জওয়ানদের নিয়ে বৈঠকে বসেন রাজেশ পেনধরকার। তারপরই তিনি স্পষ্ট করে দেন বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে সবদিক থেকে নিজেদের প্রস্তুত থাকতে হবে। তাঁর সাফ কথা, যে কোনও সময়, যে কোনও জায়গায়, যে কোনওভাবে — ডাক আসতে পারে। তাই প্রস্তুত থাকাটা অত্যন্ত জরুরি।

সেনা জওয়ান এবং সেনা আধিকারিকদের কাছে জানতে চান যে কোনও পরিস্থিতির জন্য তাঁরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছেন কিনা। সোজা কথায়, তাঁদের ‘জোশ’ কেমন আছে তা প্রকান্তরে জেনে নেন কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিনাল রাজেশ পেনধরকার। পাশাপাশি বাংলাদেশ ও চিনের গতিবিধির উপর আলাদা করে নজর রাখারও নির্দেশ দিলেন তিনি। দেশের পূর্বাঞ্চলীয় নদী সীমান্ত বরাবরই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সঙ্কটের কারণে গুরুত্ব আরও বেড়েছে। একইসঙ্গে চিনের মাঝেমধ্যে ডুবোজাহাজের আনাগোনা। সব মিলিয়ে সতর্ক থাকার নির্দেশ দিলেন ভারতীয় নৌবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডার।