Aryan Khan arrest case: এবার এনসিবি জেরার মুখে ‘বলিউড বাদশার’ গাড়ি চালক, ড্রাগ মামলায় নয়া মোড়

Shahrukh Khan, Aryan Khan জামিন খারিজ হওয়ার পরই আরিয়ান সহ বাকি পাঁচ জনকেই এই সপ্তাহ জেলে কাটাতে হবে। আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে আর্থার রোড জেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Aryan Khan arrest case: এবার এনসিবি জেরার মুখে 'বলিউড বাদশার' গাড়ি চালক, ড্রাগ মামলায় নয়া মোড়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 7:14 PM

নয়া দিল্লি: মাদক মামলায় (Drug Case) বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan) গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তপ্ত ভারতের ‘টিনসেল টাউন’। এবার উত্তাপের আঁচ কয়েকগুণ বাড়িয়ে মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি (Narcotics Control Bureau) জেরার মুখে পড়তে চলেছেন শাহরুখের গাড়ির চালক রাজেশ মিশ্র (Rajesh Mishra)।

প্রমোদতরীর মাদক মামলায় শনিবারই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে মুম্বইয়ের এনসিবি দফতরে হাজির হন রাজেশ মিশ্র। সূত্রের খবর রাজেশকে জেরা করে তাঁর বয়ান রেকর্ড করবে এনসিবি। শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন খারিজ হওয়ার ঠিক পরেই গাড়ি চালকের জেরা মুখোমুখি হওয়ার ঘটনায় দেশ জুড়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ড্রাগ সংক্রান্ত এই মামলায় আরিয়ান সহ আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে এনসিবি। তাদের প্রত্যেকেই আর্থার রোড জেলে (Arthur Road Jail) পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এনসিবি রিমান্ড শেষে বিচারক, ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনায় ধৃত মুনুমুন ধামেচা (Munmun Dhamecha) ও অন্য আরেকজন মহিলাকে বাইকুল্লাই মহিলা জেলে পাঠানো হয়েছে।

জামিন খারিজ হওয়ার পরই আরিয়ান সহ বাকি পাঁচ জনকেই এই সপ্তাহ জেলে কাটাতে হবে। আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে আর্থার রোড জেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর জেলে তাদের বিশেষ কোনও সুযোগ সুবিধা মিলবে না। মুম্বাইয়ের প্রমোদতরীতে অভিযানের সূত্র ধরেই মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি সিনেমার প্রযোজক ইমতিয়াজ খতরির (Imtiaz Khatri) বান্দ্রার (Bandra) অফিসে অভিযান চালিয়েছে।

প্রসঙ্গত বলে রাখা ভালো গত শনিবার একটি বিলাসবহুল গাড়িতে চেপে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, প্রতীক গাবা ও আরেকজন ব্যক্তি মিলে ওই প্রমোদতরীর রেভ পার্টির উদ্দেশে রওনা দেন। ওই গাড়ি চালকের আসনে ছিলেন রাজেশ মিশ্র। পরে ওই জাহাজেই অভিযান চালিয়ে আরিয়ান সহ বাকিদের আটক করে এনসিবি। গোয়ার (Goa) কর্ডেলিয়ার ওই প্রমোদতরী থেকে মোট ১৮ জনকে আটক করা হয়েছিল। তাদের অনেকের থেকেই মাদক পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিল এনসিবি।

আরও পড়ুন Building Collapse: শহরে ফের ভেঙে পড়ল পুরানো বাড়ি, মৃত ১

আরও পড়ুন Durga Puja 2021: ক্রেজি কার্তিক, সুপার সরস্বতী, গোলগাল গণেশ, লাকি লক্ষ্মীকে নিয়ে আসছে ‘ইয়ো দেবী’