AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sameer Wankhede: ৫ বছরে ৬ বার বিদেশ সফর, খরচ নাকি মাত্র ৮ লাখ! NCB-র স্ক্য়ানারে সমীর ওয়াংখেড়ের আয় বহির্ভূত সম্পত্তি

Aryan Khan Drug Case: সমীর ওয়াংখেড়ের কাছে একাধিক দামি ঘড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে রোলেক্সের একটি ঘড়িও, যার বাজারদর ২২ লক্ষ টাকা হলেও সমীর ওয়াংখেড়ের কাছে তা মাত্র ১৭ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। 

Sameer Wankhede: ৫ বছরে ৬ বার বিদেশ সফর, খরচ নাকি মাত্র ৮ লাখ! NCB-র স্ক্য়ানারে সমীর ওয়াংখেড়ের আয় বহির্ভূত সম্পত্তি
সমীর ওয়াংখেড়ে।
| Edited By: | Updated on: May 19, 2023 | 1:21 PM
Share

মুম্বই: ফের একবার শিরোনামে আরিয়ান খান। না, এবার মাদক মামলায় অভিযুক্ত হিসাবে নয়, বরং তাঁর বিরুদ্ধে হওয়া তদন্ত নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে(Sameer Wankhede)-র হাতেই ২০২১ সালে অক্টোবর মাসে মুম্বইয়ের প্রমোদতরী কর্ডেলিয়া থেকে মাদক সেবন ও মাদক রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan)। যদিও উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারেনি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। বেকসুর খালাস করে দেওয়া হয় আরিয়ান খানকে। এরপরই এনসিবির তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এনসিবির স্ক্যানারে সমীর ওয়াংখেড়ের সম্পত্তি ও বিদেশ ভ্রমণের তথ্য।

সম্প্রতিই এনসিবির তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে  ২০১৭ থেকে ২০২১ সাল- এই পাঁচ বছরে সমীর ওয়াংখেড়ে তাঁর পরিবারকে নিয়ে ছয়বার বিদেশ সফরে গিয়েছিলেন। ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা ও মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সবমিলিয়ে মোট ৫৫ দিন বিদেশে কাটিয়েছিলেন তাঁরা।  

তবে বিদেশ সফরের হিসাব দেখেই সন্দেহ জেগেছে এনসিবির তদন্তকারীদের মনে। কারণ সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, পাঁচ বছরে ছয়বার বিদেশ সফরের জন্য তিনি মাত্র ৮ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ করেছিলেন! ওই টাকা দিয়ে শুধুমাত্র বিমান খরচটুকুই দেওয়া সম্ভব। তাহলে বিদেশে থাকা-খাওয়া, ঘোরার জন্য কি একটাকাও খরচ হয়নি ওয়াংখেড়ের?

এনসিবির তরফে সমীর ওয়াংখেড়ের সম্পত্তির তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই নথিতে দেখা গিয়েছে, সমীর ওয়াংখেড়ের কাছে একাধিক দামি ঘড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে রোলেক্সের একটি ঘড়িও, যার বাজারদর ২২ লক্ষ টাকা হলেও সমীর ওয়াংখেড়ের কাছে তা মাত্র ১৭ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল।

সমীর ওয়াংখেড়ের মুম্বইয়ে চারটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে। এছাড়া মহারাষ্ট্রের ওয়াসিমে ৪১ হাজার ৬৮৮৮ একর জমি রয়েছে। গোরেগাঁওতে পঞ্চম ফ্ল্যাট কিনেছেন সমীর। ওই ফ্ল্যাটের বাজারমূল্য ২.৪৫ কোটি টাকা হলেও মাত্র ৮২.৮ লক্ষ টাকায় ওই ফ্ল্যাট কিনেছেন সমীর ওয়াংখেড়ে।

বিয়ের আগেও সমীর ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রী ১.২৫ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু এত টাকা সমীর ওয়াংখেড়ের কাছে এল কোথা থেকে, তা  নিয়েই প্রশ্ন উঠছে। আয়কর রিটার্নের হিসাব অনুযায়ী, সমীর ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রীর মিলিতভাবে বার্ষিক উপার্জন ৪৫ লক্ষ ৬১ হাজার ৪৬০ টাকা। তাহলে এতগুলি বিদেশ সফর ও দামি ফ্ল্যাট-বাড়ির টাকা এল কোথা থেকে?