AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে পাঁচ বছর খুন মোট ৭৮৫ জন স্বামী: NCRB

Crime: ব্রিটিশ মেডিক্যাল জার্নাল 'দ্য ল্যানসেট'-এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারতে যত মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে, তাদের মধ্যে বেশিরভাগের শিকার তাদের স্বামীরা।

ভারতে পাঁচ বছর খুন মোট ৭৮৫ জন স্বামী: NCRB
Image Credit: AI Generated Image
| Updated on: Jun 13, 2025 | 8:34 PM
Share

নয়া দিল্লি: বিয়ে করে স্ত্রীকে বাড়িতে এনেছিলেন যুবক। কিছুদিন পর স্বামীর দেহ উদ্ধার হল নীল ড্রাম থেকে। মীরাটের মুস্কানের গল্পটা এতদিনে সবারই জানা। আর সম্প্রতি সোনম-কাণ্ডে শিউরে উঠেছে গোটা দেশ। ভাড়াটে খুনিকে দিয়ে খুন করিয়ে স্বামীর দেহ ফেলে দিয়েছেন জলপ্রপাতে! তবে শুধু মুস্কান বা সোনম নয়, এমন উদাহরণ আরও আছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ বহির্ভূত সম্পর্কই এমন সব খুনের কারণ।

দেশ জোড়া অপরাধের তথ্য বলছে, গত পাঁচ বছরে দেশের পাঁচটি রাজ্যে মোট ৭৮৫টি স্বামী খুনের ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং মহারাষ্ট্রে এই ধরণের ঘটনার সংখ্যা অনেক বেশি।

২০২২ সালে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র (এনসিআরবি) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুসারে, ভারতে খুনের তৃতীয় বৃহত্তম কারণ হল প্রেমের সম্পর্ক। একটি গবেষণায় দেখা গিয়েছে যে ভারতে প্রতি বছর প্রায় ২৭৫ জন স্বামী খুন হন স্ত্রীদের হাতে। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে ভারতে যত মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে, তাদের মধ্যে বেশিরভাগের শিকার তাদের স্বামীরা।

পাঁচ বছরের পরিসংখ্যান দেখলে স্পষ্ট হবে, ২৭৫ জন স্বামীকে হত্যা করা হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশে।

বিহার রয়েছে দ্বিতীয় স্থানে। সেখানে পাঁচ বছরে নিহত হয়েছেন ১৮৬ জন স্বামী। রাজস্থানেও এমন ঘটনা কম নেই। গত ৫ বছরে ১৩৮ টি এমন খুনের ঘটনা ঘটেছে। গত পাঁচ বছরে মহারাষ্ট্রে ১০০টি এমন ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ এই তালিকায় রয়েছে ৫ নম্বরে। ৮৭টি এমন ঘটনা ঘটেছে গত পাঁচ বছরে।