SC Commission: ‘অনায়াসে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে’, সুপারিশ জাতীয় এসসি কমিশনের
Sandeshkhali: অরুণ হালদার টিভিনাইন বাংলাকে জানান, প্রশাসন প্রথম থেকে সন্দেশখালিতে অসহযোগিতা করেছে। খুবই খারাপ পরিস্থিতি। প্রোটোকল আছে কোনও কমিশন গেলে, তার সমস্ত ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হয়। এই প্রথমবার এটা করল না। বরং সংবাদমাধ্যমের হাত ধরে তাঁরা ওই গ্রামে পৌঁছতে সক্ষম হন।
অরুণ হালদার টিভিনাইন বাংলাকে জানান, প্রশাসন প্রথম থেকে সন্দেশখালিতে অসহযোগিতা করেছে। খুবই খারাপ পরিস্থিতি। প্রোটোকল আছে কোনও কমিশন গেলে, তার সমস্ত ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হয়। এই প্রথমবার এটা করল না। বরং সংবাদমাধ্যমের হাত ধরে তাঁরা ওই গ্রামে পৌঁছতে সক্ষম হন।
অরুণ হালদার বলেন, “লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে। এক নম্বরে নাম রয়েছে শাহজাহানের। আমরা যখন সমস্ত অভিযোগ শুনে থানায় ফিরে আসি, তখন সেখানে সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন। আমাদের দেখে মুখ ঘুরিয়ে হনহন করে বেরিয়ে গেলেন। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। ড্যামেজ কন্ট্রোলও আর হবে না। যদি ন্যায় না পাই, আইনে যা আছে সেটা করব। আইনের ধারা মেনে রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়েছি। সরকার যদি ব্যর্থ হয়, সেখানে অনায়াসে রাষ্ট্রপতি শাসন বলবৎ হতে পারে।” এসসি কমিশনের চেয়ারম্যান ইনচার্জ জানান, শুনানির জন্য আধিকারিকদের ডাকবে তারা। না এলে গ্রেফতারির নির্দেশ দেওয়ারও ক্ষমতা রয়েছে বলে জানান তিনি।