Explosive Recovered: প্রজাতন্ত্র দিবসের আগেই ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার, কোন ভয়ঙ্কর প্ল্যান ছিল?
Republic Day: পরিত্যক্ত ওয়ারহাউস থেকে ৯ হাজার ৫৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি পুলিশ নয় কার্টুন ডিটোনিটর, ১২ কার্টুন নীল তার ও ৫ বান্ডিল লাল তার উদ্ধার হয়েছে। এগুলি বিস্ফোরক তৈরিতেই ব্যবহার করা হত বলে প্রাথমিক তদন্তে অনুমান।

জয়পুর: প্রজাতন্ত্র দিবসের আগেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। প্রায় ১০ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয় একটি পরিত্যক্ত ওয়ারহাউস থেকে। কোথা থেকে এল এই বিপুল পরিমাণ বিস্ফোরক? কী-ই বা উদ্দেশ্য ছিল? বড়সড় কোনও নাশকতার ছক ছিল কী? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, ২৪ জানুয়ারি, শনিবার রাতে রাজস্থানের নাগৌর জেলায় হারসৌর গ্রামে একটি পরিত্যক্ত ওয়ারহাউস থেকে ৯ হাজার ৫৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। মোট ১৮৭টি বস্তায় এই বিস্ফোরক ভরা ছিল। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। সুলেমান খান নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগে তিনটি অপরাধমূলক মামলা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে একাধিক বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি গত নভেম্বর মাসে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল গাড়িতে, সেখানেও অ্যামোনিয়াম নাইট্রেটই ব্যবহার করা হয়েছিল।
অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি পুলিশ নয় কার্টুন ডিটোনিটর, ১২ কার্টুন নীল তার ও ৫ বান্ডিল লাল তার উদ্ধার হয়েছে। এগুলি বিস্ফোরক তৈরিতেই ব্যবহার করা হত বলে প্রাথমিক তদন্তে অনুমান।
তবে অভিযুক্ত জেরায় জানিয়েছে, রাজস্থানে বেআইনি খননের সঙ্গে যারা যুক্ত, তাদেরই এই বিস্ফোরক সরবরাহ করার পরিকল্পনা ছিল।
