India-Canada relation: কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত, প্রতিক্রিয়া ওটাওয়ার

Canada reaction: কানাডার শিখ মন্ত্রী হরজিৎ সজ্জন সাংবাদিকদের বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে, এবার ভারতীয় ও কানাডিয়ানরা বিয়ে বা কারও শেষকৃত্যে দেশে ফিরতে পারবেন। অন্যদিকে, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে ওটাওয়া ভারতের সাহায্য চায় বলেও জানিয়েছেন তিনি।

India-Canada relation: কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত, প্রতিক্রিয়া ওটাওয়ার
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit source: Reuters
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 6:08 PM

নয়া দিল্লি: উদ্বেগের অবসান! আজ, বৃহস্পতিবার থেকে কানাডার নাগরিকদের ভিসা (Visa) দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু করল নয়া দিল্লি। ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কানাডা প্রশাসন। বহু কানাডিয়ানদের কাছে উদ্বেগের সময় কাটানোর পর এটা ইতিবাচক পদক্ষেপ বলে জানিয়েছে ওটাওয়া (Otawa)।

কানাডার নাগরিকদের পুনরায় ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করার খবরটি জানিয়ে বুধবারই বিবৃতি দিয়েছিল কানাডায় ভারতীয় হাই কমিশন। তবে কানাডার সকল নাগরিককেকে নয়, নির্দিষ্ট চারটি ক্যাটেগরিতেই ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে হাই কমিশন জানিয়েছিল। সেই মোতাবেক আপাতত এন্ট্রি ভিসা, বিজনেজ ভিসা, মেডিক্যাল ভিসা এবং কনফারেন্স ভিসা ক্যাটেগরিতে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যা করা হয়। তার মৃত্যুর পিছনে ভারতীয় গুপ্তচর জড়িত বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপর থেকেই ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল দেখা দেয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটলের রেশ পড়ে ভারত ও কানাডার প্রবাসীদের উপর। নয়া দিল্লি ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন কানাডার বহু নাগরিক। এব্যাপারে ট্রুডো প্রশাসনের মন্ত্রী মার্ক মিলার বলেন, উদ্বেগের সময় কাটানোর পর বহু কানাডিয়ানের জন্য এটা খুব ভাল দিক।

কানাডার শিখ মন্ত্রী হরজিৎ সজ্জন সাংবাদিকদের বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে, এবার ভারতীয় ও কানাডিয়ানরা বিয়ে বা কারও শেষকৃত্যে দেশে ফিরতে পারবেন। অন্যদিকে, হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের তদন্তে ওটাওয়া ভারতের সাহায্য চায় বলেও জানিয়েছেন তিনি।