AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bride: ফুলশয্যার রাতে বউয়ের আবদার, ‘আমার গাঁজা চাই, বিয়ার চাই’, শুনেই থানায় ছুটলেন স্বামী

Bride: ফুলশয্যার রাতে মুখ দেখা অনুষ্ঠানের মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। বরের পরিবারের থানায় ঘটনাটি জানাতে চায়। দুই পরিবার থানায় আসে। এখানে আরও এক 'কীর্তি'। বরের পরিবার দাবি করে, নববধূ মহিলাই নন। তিনি তৃতীয় লিঙ্গের।

Bride: ফুলশয্যার রাতে বউয়ের আবদার, 'আমার গাঁজা চাই, বিয়ার চাই', শুনেই থানায় ছুটলেন স্বামী
প্রতীকী ছবি
| Updated on: Dec 22, 2024 | 6:22 PM
Share

শাহারানপুর: নববধূ। বিয়ের পর প্রথম রাত। ফুলশয্যার রাতে ‘মুখ দেখা’ অনুষ্ঠান। দেখাশোনা করে বিয়ে। ফলে কথা বলতে গিয়ে একটু অস্বস্তি বোধ। কিন্তু, স্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েই চমকে উঠলেন বর। বিয়ের প্রথম রাতেই স্ত্রী এমন কথা বললেন, যাতে পিলে চমকে গেল তাঁর। দুই পরিবারের মধ্যে ঝামেলা বেধে গেল। যা গড়াল থানা পর্যন্ত। ঘটনাটি উত্তর প্রদেশের শাহারানপুরের।

কিন্তু, বিয়ের প্রথম রাতেই স্বামীকে কী বললেন নববধূ? বরের অভিযোগ, মুখ দেখা অনুষ্ঠানের সময় বিয়ার চান তাঁর স্ত্রী। নববধূর কথা শুনে তিনি অবাক হয়ে যান। তবে স্ত্রীর কথা শুনে বিয়ার জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু, এরপরই শুরু হয় সমস্যা। নববধূ গাঁজা ও খাসির মাংসও চেয়ে বসেন। তখন বাড়ির লোককে সব জানান বর।

মুখ দেখা অনুষ্ঠানের মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। বরের পরিবার থানায় ঘটনাটি জানাতে চায়। দুই পরিবার থানায় আসে। এখানে আরও এক ‘কীর্তি’। বরের পরিবার দাবি করে, নববধূ মহিলাই নন। তিনি তৃতীয় লিঙ্গের। তবে কোনও পরিবার অভিযোগ দায়ের করেনি। পুলিশ দুই পরিবারকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে।

এরপর দুই পরিবার থানা থেকে চলে আসে। নিজেদের মধ্যে আলোচনায় বসে। আলোচনায় কী সমাধান বেরোল, তা জানা যায়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। নববধূর এমন দাবিতে অবাক হয়েছেন অনেকে। ফুলশয্যার রাতে নববধূ এমন দাবি করলেন কেন, তা নিয়েও চলছে জোর জল্পনা।