Digipub Awards: অনবদ্য স্টোরিটেলিং, দুর্দান্ত কনটেন্ট; ৫ ক্যাটেগরিতে সোনা-সহ News9 Plus-র ঝুলিতে ১০ পুরস্কার
News9 Plus: নিউজ়৯ প্লাসের প্রতিটি কনটেন্টই উৎকর্ষতার আলাদা মাত্রা নিয়ে এসেছে। গুণগত মানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা কনটেন্ট আপনি পেয়ে যাবেন নিউজ়৯ প্লাসে। যেমন কনটেন্ট, তেমন প্রোডাকশন... প্রতিটি ক্ষেত্রেই অনবদ্য উৎকর্ষতা।

নয়া দিল্লি: খবরের দুনিয়ায় ওটিটি প্লাটফর্মে এক নয়া বিপ্লব নিয়ে এসেছে নিউজ়৯ প্লাস। দর্শকদের জন্য একের পর এক অনবদ্য নিউজ় সিরিজ, তথ্যচিত্র… খবরের দুনিয়ায় ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে। বিশ্বের প্রথম নিউজ় ওটিটি প্লাটফর্ম। একের পর এক স্বীকৃতি, সম্মাননা। আর এবার নিউজ়৯ প্লাসের মুকুটে আরও এক পালক। ডিজিপাব অ্যাওয়ার্ডস ২০২৩-এ সেরার স্বীকৃতি পেল বিশ্বের প্রথম ওটিটি নিউজ় প্লাটফর্ম। একটি, দু’টি নয়… একসঙ্গে ১০টি পুরস্কার জিতে নিয়েছে নিউজ়৯ প্লাস। তার মধ্যে পাঁচটি সোনা জয়। সেরা ব্রেকিং নিউজ় স্টোরি, সেরা তদন্তমূলক প্রতিবেদন, সেরা আঞ্চলিক সাংবাদিকতা, সেরা ভিডিয়ো সিরিজ, সেরা ফিচার স্টোরি… সঙ্গে আরও একগুচ্ছ পুরস্কার নিউজ়৯ প্লাসের ঝুলিতে।
বিভিন্ন ওয়েব পাবলিশারদের স্বীকৃতি দেওয়া হয়ে থাকে ডিজিপাব অ্যাওয়ার্ডসে। এবছর ছিল ডিজিপাব অ্যাওয়ার্ডের চতুর্থ বর্ষ। এই পুরস্কার হল দেশের মধ্যে ওয়েব পাবলিশারদের সর্বোচ্চ সম্মান। আর এবছরের ডিজিপাব অ্যাওয়ার্ডসে নিউজ়৯ প্লাসের ঝুলিতে একসঙ্গে ১০টি পুরস্কার, যার মধ্যে পাঁচটি সোনা। বাকি সব সংবাদমাধ্যমকে পিছনে ফেলে সবথেকে বেশি পুরস্কার এবার জিতে নিয়েছে নিউজ়৯ প্লাস।

খবরের দুনিয়ায় অনবদ্য অবদান, ৫টি সোনা-সহ ১০ পুরস্কার নিউজ়৯ প্লাসের ঝুলিতে
নিউজ়৯ প্লাসের প্রতিটি কনটেন্টই উৎকর্ষতার আলাদা মাত্রা নিয়ে এসেছে। গুণগত মানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা কনটেন্ট আপনি পেয়ে যাবেন নিউজ়৯ প্লাসে। যেমন কনটেন্ট, তেমন প্রোডাকশন… প্রতিটি ক্ষেত্রেই অনবদ্য উৎকর্ষতা।
আজকের দিনে ডিজিটাল দুনিয়ায় ওটিটি প্লাটফর্ম এক নতুন যুগের সূচনা করেছে। আর সেই আধুনিকতার সঙ্গে তালে তাল মিলিয়ে বিশ্বের প্রথম ওটিটি নিউজ় প্লাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে নিউজ়৯ প্লাস। সংবাদ পরিবেশনার মান, সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে সূচারু শৈলী, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর থেকে তৈরি বিশেষ তথ্যচিত্র… প্রতিটি ক্ষেত্রেই নিউজ়৯ প্লাস এক আলাদা মাত্রা যোগ করেছে। এখানে শুধু খবর নয়, খবরের পিছনের খবর তুলে ধরা হয় দর্শকদের জন্য। নিউজ়৯ প্লাস সবসময় বিশ্বাস করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর। কোনও খবরের নেপথ্যে সবরকম ন্যারেটিভ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এখানে। বিভিন্ন চর্চিত বিষয় নিয়ে নিউজ় স্টোরি আপনারা পেয়ে যাবেন এখানে। খুব সহজ-সরলভাবে গল্পের আকারে খবরকে সাধারণ শ্রোতাদের কাছে তুলে ধরা হয়।
২৭ জুলাই, বৃহস্পতিবার দিল্লির এক পাঁচতারা হোটেলে ডিজিপাব অ্যাওয়ার্ডস ২০২৩ আয়োজিত হয়। উদ্যোক্তা ছিল Afaqs। এদেশে অনলাইন মার্কেটিং, বিজ্ঞাপন ও মিডিয়ার ক্ষেত্রে Afaqs-হল প্রথম সারির এক প্রতিষ্ঠান। গতসন্ধের ওই অনুষ্ঠানে সংবাদ দুনিয়ায় অনবদ্য অবদানের জন্য নিউজ়৯ প্লাসকে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে। খবরের দুনিয়ায় স্টোরিটেলিং-এ যে সূক্ষ্মতা, যে শৈলী নিউজ়৯ প্লাস নিয়ে এসেছে, তার প্রশংসা করেছেন প্রত্যেকে।
নিউজ়৯ প্লাসে আপনি পেয়ে যাবেন অপারেশন গঙ্গা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘এয়ারলিফ্ট’। অপারেশন গঙ্গা হল ভারতের সবথেকে বড় উদ্ধার অভিযানের মধ্যে একটি। সেই অপারেশন গঙ্গার প্রতিটি খুটিনাটি কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। ডিজিপাব অ্যাওয়ার্ড ২০২৩-এর মঞ্চে সেরা ব্রেকিং নিউজ় স্টোরি ক্যাটেগরিতে সোনা জিতে নিয়েছে ‘এয়ারলিফ্ট’।
এয়ারলিফ্ট সিরিজটি এখানে দেখুন: https://www.news9plus.com/shortvideo/airlift-the-inside-story-of-operation-ganga
সেরা তদন্তমূলক প্রতিবেদন ক্যাটেগরিতে দু’টি সোনা জিতে নিয়েছে নিউজ়৯ প্লাস। ‘বম্বস ইন আওয়ার ব্যাকইয়ার্ড’ এবং ‘দিল্লিজ় গারবেজ মাউন্টেনস’ – দু’টিই সেরার স্বীকৃতি পেয়েছে ডিজিপাব অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে।
দিল্লিজ় গারবেজ মাউন্টেনস সিরিজটি এখানে দেখুন: https://www.news9plus.com/shortvideo/delhi-s-garbage-mountains
৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে ‘কাশ্মীর: দ্য টাইড টার্নস’। উপত্যকার বাস্তব চিত্র, সেখানকার মানুষজনের কী ভাবনা, সেই সব তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। ডিজিপাব অ্যাওয়ার্ডসে সেরা আঞ্চলিক সাংবাদিকতার ক্যাটেগরিতে সোনা জিতে নিয়েছে ‘কাশ্মীর: দ্য টাইড টার্নস’।
‘কাশ্মীর: দ্য টাইড টার্নস’ প্রতিবেদনটি এখানে দেখুন: https://www.news9plus.com/webseries/kashmir-the-tide-turns
সেরা ভিডিয়ো ফিচারের ক্যাটেগরিতেও জোড়া পুরস্কার এসেছে নিউজ়৯ প্লাসের ঝুলিতে। সমলিঙ্গ বিবাহ নিয়ে তৈরি ‘সেম সেক্স ম্যারেজ’ জিতে নিয়েছে সোনা। আর ‘ডগস অব ওয়ার’ ভিডিয়ো ফিচারের জন্য ব্রোঞ্জ জিতেছে নিউজ়৯ প্লাস।
‘সেম সেক্স ম্যারেজ’ ভিডিয়ো ফিচারটি দেখুন এখানে: https://www.news9plus.com/shortvideo/same-sex-marriage
সেরা ভিডিয়ো সিরিজ়ের ক্যাটেগরিতে ব্রোঞ্জ পেয়েছে ‘জিহাদি জেনারেল’। ১৯৯৩ সালের মুম্বই হামলার উপর তৈরি হয়েছে এই ভিডিয়ো সিরিজটি। কীভাবে হামলা হয়েছিল, নেপথ্যে কারা ছিল, ইসলামাবাদ কীভাবে এই জঙ্গিদের মদত দিয়েছিল… সেই সব নিয়ে এক বিস্তারিত রিসার্চ তুলে ধরা হয়েছে এই ভিডিয়ো সিরিজে।
‘দ্য জিহাদি জেনারেল’ ভিডিয়ো সিরিজটি এখানে দেখুন: https://www.news9plus.com/webseries/the-jihadi-general
ফ্যাশন ও লাইফস্টাইল ক্য়াটেগরিতে সেরা কভারেজের জন্য রুপো জিতে নিয়েছে ‘কনোসেয়ার কনভারসেশন’।
‘কনোসেয়ার কনভারসেশন’ দেখুন এখানে: https://www.news9plus.com/webseries/connoisseur-conversations
শুরু থেকেই দর্শকদের কথা ভেবে সুন্দরভাবে সাজানো হয়েছে নিউজ়৯ প্লাসকে। যেমন ইউজ়ার-ফ্রেন্ডলি ডিজাইন, তেমনই সুন্দর ইন্টারফেস… দর্শকদের কথা শুরু থেকেই গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ডিজিপাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ইউজ়ার এক্সপিরিয়েন্স ও ইউজ়ার ইন্টারফেস ক্যাটেগরিতেও স্বীকৃতি পেয়েছে নিউজ়৯ প্লাস। অ্যাপ ও ওয়েবসাইট দু’টিই রুপো জিতে নিয়েছে গতসন্ধের অনুষ্ঠানে।
ডাউনলোড করুন নিউজ়৯ প্লাস অ্যাপ: onelink.to/htmqpz
গতসন্ধের ওই পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর বিভিন্ন অনলাইন পাবলিশারদের নিয়ে একটি আলোচনাচক্রেরও আয়োজন করা হয়। কীভাবে দর্শকদের সংখ্যা আরও বাড়ানো যায়, কীভাবে আরও অভিনব ও নিত্যনতুন কনটেন্ট দর্শকদের জন্য নিয়ে আসা যায়… তা নিয়ে কথা আলোচনা করেন বিভিন্ন অনলাইন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা। সেই আলোচনাচক্রে অংশ নিয়েছিল ভারতের সবচেয়ে বড় টিভি নিউজ় নেটওয়ার্ক TV9 নেটওয়ার্কের নিউজ়৯ প্লাসও।
গতসন্ধের এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্টজনদের থেকে স্বীকৃতি, নিউজ়৯ প্লাসের টিমকে আরও বেশি উৎসাহী করেছে। নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। খবরের দুনিয়ায় স্টোরিটেলিং-এর যে বিপ্লব নিউজ়৯ প্লাস নিয়ে এসেছে, তা আগামী দিনেও দর্শকদের কাছে একইভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর নিউজ়৯ প্লাস।





