Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় ডিজিপি ও মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের, চাইল রিপোর্ট

NHRC: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে NHRC নোটিসে জানিয়েছে, সন্দেশখালিতে এক রাজনৈতিক নেতার আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা গ্রামবাসীরা আক্রান্ত হচ্ছে, মহিলারা যৌন হেনস্থার শিকার হচ্ছে। মহিলা, শিশু থেকে বয়স্করা নানাভাবে হেনস্থার শিকার হয়েছে। মহিলা, শিশু এবং বয়স্কদের জন্য সন্দেশখালি বিপজ্জনক বলেও নোটিসে উল্লেখ করেছে NHRC।

Sandeshkhali: সন্দেশখালির ঘটনায় ডিজিপি ও মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের, চাইল রিপোর্ট
উত্তপ্ত সন্দেশখালি (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 10:10 PM

নয়া দিল্লি: সন্দেশখালি নিয়ে এবার আসরে জাতীয় মানবাধিকার কমিশন। গত ৫ জানুয়ারি থেকে খবরের শিরোনামে সন্দেশখালি। এখনও বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এদিকে, যাঁর বাড়িতে তল্লাশি করতে গিয়েছিল ইডি, সেই শাহজাহান শেখ এখনও অধরা। গোটা ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। এবার এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপি-কে নোটিস দিল NHRC। শুধু তাই নয়, গোটা ঘটনা খতিয়ে দেখতে সন্দেশখালিতে বিশেষ দল পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

বুধবারই সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছেন জাতীয় তপসিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক। বৃহস্পতিবারই তিনি সন্দেশখালি যাবেন। সন্দেশখালি থেকে ফিরে রাজ্যপালের সঙ্গেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। অন্যদিকে, এদিনই সন্দেশখালি গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এর মধ্যেই এদিন সন্দেশখালির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের ডিজি ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন।

সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে NHRC নোটিসে জানিয়েছে, সন্দেশখালিতে এক রাজনৈতিক নেতার আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা গ্রামবাসীরা আক্রান্ত হচ্ছে, মহিলারা যৌন হেনস্থার শিকার হচ্ছে। মহিলা, শিশু থেকে বয়স্করা নানাভাবে হেনস্থার শিকার হয়েছে। অসামাজিক এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ব্যর্থ স্থানীয় প্রশাসন। মহিলা, শিশু এবং বয়স্কদের জন্য সন্দেশখালি বিপজ্জনক বলেও নোটিসে উল্লেখ করেছে NHRC। গোটা ঘটনায় রাজ্য পুলিশ-প্রশাসন এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে এবং কী পদক্ষেপ করার পরিকল্পনা করেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েই রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে নোটিস দিয়েছে জাতীয় মহিলা কমিশন। চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, বর্তমান পরিস্থিতি ও সামগ্রিক ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নিতে শীঘ্রই জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল সন্দেশখালি যাবে বলেও নোটিসে উল্লেখ করেছে NHRC।