অম্বানীকাণ্ডে ফের নয়া মোড়, সচিন নয়, বিস্ফোরক বোঝাই গাড়ি রেখেছিলেন অন্য কেউ….

এনআইএ(NIA)-র সন্দেহ ছিল, ২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়িটি রেখেছিলেন মুম্বই পুলিশের অফিসার সচিন ভাজ়ে(Sachin Vaze)। তবে এ দিন জানানো হয়, সচিনের বদলে গাড়িটি রেখেছিলেন অন্য কেউ। পিছনে অন্য়. গাড়িতে বসে নজর রাখছিলেন তিনি।

অম্বানীকাণ্ডে ফের নয়া মোড়, সচিন নয়, বিস্ফোরক বোঝাই গাড়ি রেখেছিলেন অন্য কেউ....
বিস্ফোরক বোঝাই গাড়িটি খতিয়ে দেখছেন ফরেনসিক অফিসাররা। ছবি:PTI
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 7:36 PM

মুম্বই: সচিন ভাজ়ে নয়, গত মাসে মুকেশ অম্বানী(Mukesh Ambani)-র বাড়ির সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি রেখেছিলেন অন্য কেউ। তদন্তকারী সংস্থার দাবি এমনটাই। এনআইএ(NIA)-র দাবি, গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে শিল্পপতির বাড়ি অ্যান্টিলিয়ার সামনে বিস্ফোরক বোঝাই গাড়িটি রেখেছিলেন সচিন ভাজ়ে(Sachin Vaze)-র নিজস্ব গাড়ির চালক। পিছু পিছু সাদা ইনোভায় করে গোটা ঘটনায় নজর রাখছিলেন সচিন ভাজ়ে।

গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার করা হয়। তদন্তে নেমেই এনআইএ ক্রাইম ব্রাঞ্চের অফিসার সচিন ভাজ়েকে গ্রেফতার করে। এরপর ঘটনার পুনর্গঠন করতে সচিন ভাজ়েকে অ্যান্টিলিয়ার সামনে নিয়ে যাওয়া হয়। তবে এ দিন তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, সচিন ভাজ়ের নির্দেশেই তাঁর গাড়ির চালক ওই বিস্ফোরক বোঝাই গাড়িটি অ্যান্টিলিয়ার সামনে রেখে আসেন।

গোটা ঘটনার বিবরণ দিয়ে এনআইএ জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি গাড়ির মালিক মনসুখ হিরেন মুলুন্দ-আইরোলি রোডে স্করপিও গাড়িটি রেখে আসেন। সেইদিনই তিনি ক্রাইম ব্রাঞ্চের দফতরে গিয়ে সচিন ভাজ়ের হাতে গাড়ির চাবিটি তুলে দেন। এরপর সচিনের নির্দেশেই তাঁর নিজস্ব গাড়ির চালক ঘটনাস্থান থেকে গাড়িটি নিয়ে সচিন ভাজ়ের সাকেতের হাউসিং কমপ্লেক্সের সামনে রেখে আসেন।

আরও পড়ুন: গণধর্ষণ করতে করতে ভিডিয়ো রেকর্ডিং, তাজমহলের শহরে নির্যাতনের ভয়ঙ্কর প্রতিচ্ছবি

১৯ ফেব্রুয়ারি ওই চালকই ফের পুলিশের সদর দফতরে নিয়ে আসে, পরেরদিন আবার হাউজিং কমপ্লেক্সেই ফিরিয়ে আনেন। ২৪ ফেব্রুয়ারি অবধি গাড়িটি সেখানেই ছিল। ঘটনার দিন, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ওই চালক ফের গাড়িটি নিয়ে বের হন ও মুকেশ অম্বানীর বাড়ির সামনে রেখে আসেন। বিস্ফোরক বোঝাই গাড়িটিকে যাতে মাঝপথে কোথাও আটকানো না হয়, সেই কারণে সাদা রঙের একটি ইনোভায় চেপে গাড়িটিকে অনুসরণ করছিলেন। রাত ১০টা নাগাদ গাড়িটি রেখে চালক সচিনের সাদা ইনোভায় এসে বসেন এবং তাঁরা একসঙ্গে ঘটনাস্থান ছেড়ে চলে যান।

শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, পরেরদিনই ভিন্ন একটি নম্বর প্লেট ব্যবহার করে সাদা ইনোভাতে চেপেই ফের শহরে ঢোকেন সচিন ভাজ়ে। অ্যান্টিলিয়ার সামনে এসে তিনি ওই স্করপিও গাড়িতে হুমকি চিঠি রেখে যান।

আরও পড়ুন: নির্বাচনী প্রচারে মেজাজ হারালেন অভিনেতা, ছুড়ে ফেলে দিলেন দলীয় প্রতীকই