পটনা: চলতি বছরই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। ইতিমধ্যেই বিভিন্ন মহলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বড়সড় অঘটন না ঘটলে এবারও এনডিএ পদপ্রার্থীর রাইসিনা হিলসে্র বাসিন্দা হওয়া সময়ের অপেক্ষা। তবে কাকে রাষ্ট্রপতি পদের জন্য বেছে নেবে মোদী সরকার? রামনাথ কোবিন্দই (President Ramnath Kovind) কি দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন নাকি অন্য কারোর নামে শিলমোহর দেবে বিজেপি, অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি পদে কংগ্রেসের বেশ কিছু প্রবীণ নেতার নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে। হঠাৎ করেই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে আরও একজনের নাম নিয়ে জল্পনা জোরালো হয়েছে, তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
কিন্তু রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়া নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করে দিলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর রাষ্ট্রপতি হওয়ার কোনও ইচ্ছে বা বাসনা নেই। নীতীশ জানিয়েছেন, তিনি নিজেই অবাক হয়ে যাচ্ছেন যে কেন রাষ্ট্রপতি পদে তাঁর নাম নিয়ে আলোচনা হচ্ছে। “কে দিল্লি যাবে? এমনি এমনি এইসব আলোচনা হচ্ছে। এই ধরনের কোনও বিষয় নেই। আমি এই ধরনের আলোচনা শুনে নিজেই বিস্মিত যে আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছি।” বলেন নীতীশ। তিনি জানিয়েছেন এই ধরনের গুজব নিয়ে তিনি খুব একটা বেশি আগ্রহী নয় কারণ এখনও কেউ এই বিষয়ে কারোর সঙ্গে কোনও কথা বলেননি। রাষ্ট্রপতি পদে তাঁর প্রার্থী হওয়া নিয়ে যে আলোচনা চলছে তাঁকে ‘অর্থহীন’ বলেছেন নীতীশ।
রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় বিহারের জোট সরকারে খুশি নয় নীতীশ। নির্বাচনে তাঁর দলের আসন কমে যাওয়ার ফলে সব সিদ্ধান্ত নেওয়ার আগেই বিজেপির মতামত নিতে হচ্ছে। মঙ্গলবার ভোট কুশলী তথা প্রাক্তন জেডিইউ নেতা প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পর জল্পনা জোরালো হয়েছিল যে তিনি এবার হয়তো রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন। কিন্তু আপাতত সেই জল্পনা দূরে সরিয়ে দিলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন Ashneer Grover Shark Tank India: মারত্মক অভিযোগ! বিপাকে ‘শার্ক ট্যাঙ্ক’ খ্যাত অশনীর গ্রোভারের স্ত্রী