Nitish Kumar Oath Taking Ceremony: নীতীশের রেকর্ড ভাঙতে পারেন নীতীশই, দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আজ, মন্ত্রী কারা হবেন?

Bihar Government Formation: আজ, বৃহস্পতিবার পটনার গান্ধী ময়দানে শপথ নেবেন নীতীশ কুমার। বুধবারই তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের আবেদন জানিয়েছেন।  আজ সকাল সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। ২০০৫ সাল থেকে এই নিয়ে চতুর্থবার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রীত্বের শপথ নিতে চলেছেন নীতীশ। 

Nitish Kumar Oath Taking Ceremony: নীতীশের রেকর্ড ভাঙতে পারেন নীতীশই, দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবেন আজ, মন্ত্রী কারা হবেন?
নীতীশ কুমার।Image Credit source: PTI

|

Nov 20, 2025 | 7:36 AM

পটনা: মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড নীতীশ কুমারের। বিহারের ভোটে বিরাট জয়। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন নীতীশ কুমার (Nitish Kumar)। আজ, ২০ নভেম্বর তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। ৭৪ বছর বয়সী জেডিইউ নেতা এই নিয়ে দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। বিহারের ইতিহাসে এর আগে কোনও মুখ্যমন্ত্রী ২০ বছর ধরে পদে ছিলেন না। এবার আরও ৫ বছর যোগ হতে চলেছে নীতীশের পোর্টফোলিওতে।

আজ, বৃহস্পতিবার পটনার গান্ধী ময়দানে শপথ নেবেন নীতীশ কুমার। বুধবারই তিনি রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের আবেদন জানিয়েছেন।  আজ সকাল সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। ২০০৫ সাল থেকে এই নিয়ে চতুর্থবার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রীত্বের শপথ নিতে চলেছেন নীতীশ।

বিহারের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। 

মুখ্যমন্ত্রী পদ নীতীশের থাকলেও, উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা-সংশয় রয়েই গিয়েছে। শোনা যাচ্ছে, আগের সরকারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমারই এবারও একই পদ পাবেন। তবে বিজেপির আরেক নেতা, মঙ্গল পান্ডের নামও শোনা যাচ্ছে।

স্বরাষ্ট্র ও শিক্ষা দফতর নিয়ে বিজেপি-জেডিইউয়ের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে বলেই খবর। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল আরিফ মহম্মদ খান মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা হাতে পাবেন। তখনই জানা যাবে কে কোন পদ পেলেন। সকালেই জানানো হবে কারা কারা মন্ত্রী হবেন।

মন্ত্রিত্বের ভাগাভাগিতে হিসাব করা হয়েছে যে প্রতি ছয়জন বিধায়কের প্রেক্ষিতে একটি করে মন্ত্রী পদ দেওয়া হবে। এতে জোটসঙ্গী সব দলের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। একটি করে মন্ত্রী পদ দেওয়া হতে পারে রাষ্ট্রীয় লোক মোর্চা ও হিন্দুস্তান আওয়াম মোর্চাকে। তিনটি মন্ত্রী পদ দেওয়া হবে চিরাগ পাসোয়ানের এলজেপি-কে। বাকি ৩০টি মন্ত্রী পদ জেডিইউ ও বিজেপির মধ্যে ভাগাভাগি হবে, এমনটাই সূত্রের খবর।