G-20 Summit: প্রগতি ময়দানে মন্ত্রীদের গাড়ির ‘নো এন্ট্রি’, জি-২০ সম্মেলনের আগে সময়ানুবর্তিতার পাঠ প্রধানমন্ত্রী মোদীর
PM Narendra Modi: জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মন্ত্রিপরিষদকে নির্দেশ দিয়েছেন যে তাঁরা সংসদ চত্বর অবধি নিজেদের গাড়ি নিয়ে আসতে পারবেন। এরপর সেখান থেকে শাটল গাড়ি ও বাসে করে তাঁদের প্রগতি ময়দানের ভারত মন্ডপমে নিয়ে যাওয়া হবে।
নয়া দিল্লি: জি-২০ সম্মেলন ঘিরে তুঙ্গে প্রস্তুতি। সেজে উঠেছে রাজধানী। চরম ব্যস্ত মন্ত্রী-আধিকারিকরাও। এরই মাঝে কড়া নির্দেশ এল প্রধানমন্ত্রীর। জি-২০ সম্মেলনে (G-20 Summit) আগত অতিথিদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা থেকে শুরু করে কীভাবে যাতায়াত করবেন, তাও ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকেই অতিথিরা আসতে শুরু করছেন। আজ, বৃহস্পতিবারই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামিকাল অন্যান্য রাষ্ট্রপ্রধানরাও আসবেন। জি-২০ সম্মেলনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজনও করা হয়েছে। জি-২০ সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তাঁরা যেন নিজেদের গাড়ি নিয়ে না আসেন।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী মন্ত্রিপরিষদকে নির্দেশ দিয়েছেন যে তাঁরা সংসদ চত্বর অবধি নিজেদের গাড়ি নিয়ে আসতে পারবেন। এরপর সেখান থেকে শাটল গাড়ি ও বাসে করে তাঁদের প্রগতি ময়দানের ভারত মন্ডপমে নিয়ে যাওয়া হবে, যেখানে জি-২০ সম্মেলন ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে আগত বিদেশি অতিথিদের সংস্কৃতি সম্পর্কে যেন সকলে সচেতন থাকেন। অতিথিদের দেশের সংস্কৃতি, খাওয়া-দাওয়া থেকে জীবনযাত্রা সম্পর্কে সকলে যেন অবগত থাকেন এবং সেই অনুযায়ী আচরণ করেন। বিমানবন্দরে অতিথিদের স্বাগত জানাতে যাবেন যে সকল মন্ত্রীরা, তাঁদেরও বিভিন্ন দেশের সৌজন্য নিয়ে অবগত থাকতে বলা হয়েছে। জি-২০ সম্মেলন নিয়ে কোনও মন্ত্রী যেন বাইরে মুখ না খোলেন, তা নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, আমন্ত্রিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সংসদ চত্বরে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছতে বলা হয়েছে। সন্ধে সাড়ে ৬টায় নৈশভোজের আয়োজন করা হয়েছে। সংসদ চত্বর থেকে মুখ্যমন্ত্রীদেরও শাটল গাড়িতে করে নিয়ে যাওয়া হবে।
পাশাপাশি সমস্ত মন্ত্রীদের জি-২০ মোবাইল অ্যাপ ব্যবহার করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অ্যাপটি ইংরেজি, হিন্দি, জার্মান, জাপানিজ ও পর্তুগিজ ভাষায় ব্যবহার করা যায়। জি-২০ সম্মেলনে আগত অতিথিদের সঙ্গে কথা বলার সময় এই অ্যাপ ব্যবহার করে অনুবাদ ও অন্যান্য বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে বলা হয়েছে।