Droupadi Murmu: রাষ্ট্রপতি কন্যার নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে শ্রীঘরে ব্যক্তি
President Of India: পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শৈলেন্দ্র শুক্লা গ্রেটার নয়ডার চি ফাই এলাকার বাসিন্দা। বেটা ২ থানার পুলিশ বৃহস্পতিবার স্থানীয় বাজার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নয়ডা: কয়েকদিন আগেই দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশের নব নির্বাচিত রাষ্ট্রপতি কন্যার নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট বানিয়ে এবার বিপাকে পড়লেন এক ব্যক্তি। বৃহস্পতিবার এই অপরাধে উত্তর প্রদেশের নয়ডা থেকে ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি বিখ্যাত বহুজাতিক সংস্থায় কর্মরত। প্রতিবেশী ওপর প্রভাব বিস্তার করার জন্যই ওই ভুয়ো টুইটার অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীর সঙ্গে ওই ব্যক্তির দ্বন্দ্ব ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শৈলেন্দ্র শুক্লা গ্রেটার নয়ডার চি ফাই এলাকার বাসিন্দা। বেটা ২ থানার পুলিশ বৃহস্পতিবার স্থানীয় বাজার থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ অনিল কুমার ওই ব্যক্তির গ্রেফতারি প্রসঙ্গে বলেন, “অভিযুক্ত এক সাইবার অপরাধী। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কন্যা ইতিশ্রী মুর্মুর নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে মানুষকে হেনস্থা করত। এমনকী ওই ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি নিজের প্রতিবেশীর ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেছিল কারণ দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে ওই ব্যক্তির দ্বন্দ্ব ছিল।”
ওই ব্যক্তিকে গ্রেফতার করার সময় ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনগুলির একটি থেকেই ওই ভুয়ো টুইটার অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করত ওই ব্যক্তি, এমনটাই জানিয়েছে পুলিশ। শুক্লাকে ভারতীয় দণ্ড বিধির ৫০৪ ধারা (উদ্দেশ্যপ্রণোদিতভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নে প্ররোচণা) এবং ৫০৭ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র)-র মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি আইনে মামলা দায়ের করা হয়েছে।