আগরতলা: অভিষেকের (Abhishek Banerjee) সফরের আগেই ফের চাপান-উতোর শুরু ত্রিপুরায় (Tripura)। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন, এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে। আজ শনিবারই তাঁকে থানায় তলব করা হয়েছে।
আগামিকাল রবিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বিভিন্ন দলীয় কর্মসুচিতে অংশ নিতে ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর অভিষেক পৌঁছনোর ঠিক আগের দিনই কুণাল ঘোষকে তলব করল ত্রিপুরা পুলিশ। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন বলেই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
উল্লেখ্য কয়েকদিন আগে একটি স্লোগান দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই স্লোগানে জুড়ে দিয়েছিলেন জয় শ্রী রাম। এরপরই কুণালের স্লোগানকে ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই স্লোগান ঘিরেই উস্কানির অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। শনিবারই থানায় যেতে বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ত্রিপুরায় তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কুণাল ঘোষ।
তবে, কুণাল ঘোষের দাবি, কোনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্য ছিল না তাঁর। কুণালের দাবি, বিজেপি চায় তাঁকে গ্রেফতার করিয়ে প্রচার বন্ধ করাতে। রবিবার অভিষেকের সভা আর আসন্ন পুরভোটের আগেই বিজেপি তাঁকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে বলে দাবি করেছেন কুণাল। তিনি জানিয়েছেন, বিজেপির আগরতলা পুলিশ শুক্রবার তাঁর নামে একটি মামলা করেছে। বৃহস্পতিবার রাত থেকেই তাঁকে পুলিশ খুঁজছে বলে দাবি করেছেন কুণাল। তাঁকে গভীর রাতে নোটিস পাঠিয়েছে পুলিশ। একদিনের মধ্যে অর্থাৎ আজ শনিবার তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছে। আগরতলা পশ্চিম থানায় যেতে হবে কুণাল ঘোষকে।
আগামিকাল, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে যাচ্ছেন। তার আগে এই মামলা বিজেপির ষড়যন্ত্র বলে মনে করছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন: Pfizer Shot For Children: শিশুদের জন্য জরুরিভিত্তিতে ফাইজ়ার ভ্যাকসিনকে অনুমোদন আমেরিকার
এ দিকে, ত্রিপুরা সরকারের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল নেতৃত্ব। নিরাপত্তার দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব।কিছুদিন আগে সুস্মিতার গাড়িতে হামলা চালানো ও ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ ওঠে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়ে ত্রিপুরার ডিজিপিকেও চিঠি লিখেছিলেন তিনি। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই এবার আইনের দ্বারস্থ হতে চাইছেন তিনি। ত্রিপুরায় তৃণমূলের নেতা কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ত্রিপুরায় তথাকথিত হিংসার কথা উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সুস্মিতা দেব।