US President Donald Trump: অবশেষে এল আমন্ত্রণ, প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণে প্রধানমন্ত্রী মোদী নন, যাবেন…

US President Donald Trump: দিনদুয়েক আগেই জল্পনা শুরু হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদীকে কি আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এ দিন কেন্দ্রের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী না হলেও, বিদেশমন্ত্রী ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন।

US President Donald Trump: অবশেষে এল আমন্ত্রণ, প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণে প্রধানমন্ত্রী মোদী নন, যাবেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 12, 2025 | 12:29 PM

নয়া দিল্লি: অবশেষে এল আমন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপ গ্রহণে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিনদুয়েক আগেই জল্পনা শুরু হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদীকে কি আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এ দিন কেন্দ্রের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী না হলেও, বিদেশমন্ত্রী ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের মতো শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি-তে এই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন। এমনটাই বিবৃতি জারি করে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণের পাশাপাশি তিনি নতুন মার্কিন সরকারের একাধিক প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

২০ জানুয়ারি ক্যাপিটল হিলের সামনে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। উপস্থিত থাকবেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। আমন্ত্রণ পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।