AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card Date of Birth Update: ঘরে বসেই আধার কার্ডের জন্মতারিখ করা যাবে পরিবর্তন, জানুন কীভাবে

Aadhaar Card Date of Birth Update: অনলাইনে করা যাবে আধারে জন্মতারিখ পরিবর্তন। দিতে হবে মাত্র ৫০ টাকা।

Aadhaar Card Date of Birth Update: ঘরে বসেই আধার কার্ডের জন্মতারিখ করা যাবে পরিবর্তন, জানুন কীভাবে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 9:25 AM
Share

আধার কার্ডে জন্মতারিখ পরিবর্তন করা এখন অনেক সহজ। আপনি ঘরে বসে সহজেই অনলাইনে আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনার কারও অনুমতির প্রয়োজন নেই। আপনার শুধু কিছু গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। আর এর জন্য আপনাকে দিতে হবে মাত্র ৫০ টাকা ফি। ফি জমা দেওয়ার কয়েকদিন পর আধার কার্ডে জন্ম তারিখ পরিবর্তন হয়ে যাবে। প্যান কার্ডের জন্য আবেদন করা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সব ক্ষেত্রেই এখন একটি গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। তাই এই নথিতে কোনও ভুল তথ্য মানে সব জায়গাতেই তা ভুল থেকে যাবে।

আধার কার্ডে সামান্য ভুল তথ্য ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি করতে পারে এবং তাই অন্যান্য নথির সাথে আধার কার্ড আপডেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আধার কার্ডে ভুল থাকলে আপনি ঘরে বসে অনলাইনেই তা সংশোধন করুন। এছাড়া আপনি আধার কেন্দ্রে গিয়েও এটি সংশোধন করতে পারেন। তবে আপনি যদি নিজের জন্ম তারিখ নিজেই সংশোধন করতে চান তবে এইভাবে করুন-

  1. প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ এ যেতে হবে ।
  2. তারপর আপনার আধার নম্বর এবং সেখানে প্রদর্শিত ক্যাপচা কোড লিখতে হবে।
  3. এরপর লগ ইনে ক্লিক করুন।
  4. এরপর আপনাকে Send OTP-এ ক্লিক করতে হবে। তারপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে।
  5. OTP দেওয়ার পরে আপনাকে লগইন এ ক্লিক করতে হবে। মনে রাখবেন যে এই OTP শুধুমাত্র ১০ মিনিটের জন্য বৈধ।
  6. লগইন করার পরে, আপনি হোমপেজে বিভিন্ন পরিষেবা অ্যাক্সেস করতে পারেন।
  7. জন্ম তারিখ আপডেট করতে, আপনাকে আপডেট আধার অনলাইন নির্বাচন করতে হবে।
  8. আপডেট আধার অনলাইনে যাওয়ার পর আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে।
  9. সেখানে অনলাইন পোর্টালে আপনি আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ভাষা এবং ঠিকানায় ছোটখাটো সংশোধন করতে পারেন।
  10. এখন আপনাকে Proceed to Update Aadhaar-এ ক্লিক করতে হবে।
  11. জন্ম তারিখ সংশোধন করতে, আপনার কাছে অবশ্যই মূল নথির একটি স্ক্যান করা কপি থাকতে হবে।
  12. এখন সেই ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করে অনলাইনে ৫০ টাকা পেমেন্ট করুন।
  13. পেমেন্ট হয়ে গেলে আপনার আধার কার্ডে জন্মতারিখ আপডেট হয়ে যাবে।