Cyber Fraud: প্রাক্তন মন্ত্রীর পকেট কাটল ‘বন্ধু’, ট্রেডিংয়ের অছিলায় গায়েব কোটি কোটি টাকা
Cyber Fraud: ঘটনা ওড়িশার। গত দেড় মাসে সেই প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এই ঘটনায় ইতিমধ্যে কর্নাটক থেকে চার জন ও তামিলনাড়ু থেকে তিন জনকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ।

ভুবনেশ্বর: তিনি প্রাক্তন মন্ত্রী। তাও আবার তথ্য প্রযুক্তি দফতরের। আর সেই মন্ত্রীই নাকি পড়লেন সাইবার প্রতারণার ফাঁদে। আর সেই প্রতারণা কে করল? খোদ বন্ধু। জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর অ্যাকাউন্ট থেকে কার্যত সাফ করে দিয়েছে প্রতারকরা। পুলিশের দাবি, এই ঘটনায় প্রায় ১.৪ কোটি টাকা খোয়া গিয়েছে তাঁর।
ঘটনা ওড়িশার। গত দেড় মাসে সেই প্রাক্তন তথ্য-প্রযুক্তি মন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এই ঘটনায় ইতিমধ্যে কর্নাটক থেকে চার জন ও তামিলনাড়ু থেকে তিন জনকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার ঘটনার পর জানুয়ারি মাসে তাদের কাছে এসে দ্বারস্থ হন সেই প্রাক্তন মন্ত্রী। তিনি জানান, তাঁর শেয়ার বাজারের ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার কেনা, IPO কেনার মতো কাজগুলি সামলাতেন তাঁর এক বন্ধু। এমনকি, মন্ত্রীকে বিরাট অঙ্কের মুনাফাও তুলে দেবে বলেও দাবি করেছিলেন সেই বন্ধু। কিন্তু তা হয়নি। উল্টে এই ট্রেডিংয়ের খরচ বাবদ মন্ত্রীর থেকে প্রায় ১.৪ কোটি টাকা হাতিয়ে নেয় সে।
ইতিমধ্য়ে সাত জনকে গ্রেফতার করা হলেও, পুলিশ জানাচ্ছে, এখনও তদন্ত শেষ হয়নি। খুব শীঘ্রই বাংলা, হায়দরাবাদ ও দিল্লিতেও তদন্তের জন্য সাইবার পুলিশদের পাঠানো হবে। তারা আরও জানিয়েছে, মন্ত্রীর থেকে লুন্ঠিত ১.৪ কোটির মধ্য়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।





