AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সপা সমর্থকের শাড়ি ধরে টানাটানি, অভিযুক্ত ‘যোগীর গুন্ডারা’

সমাজবাদি পার্টি প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, যাঁরা ওই মহিলার শ্লীলতাহানি করেছেন, তাঁরা 'যোগীর গুন্ডা'।

সপা সমর্থকের শাড়ি ধরে টানাটানি, অভিযুক্ত 'যোগীর গুন্ডারা'
ছবি- টুইটার
| Edited By: | Updated on: Jul 08, 2021 | 10:11 PM
Share

লখনউ: যোগীরাজ্যে চরম বিশৃঙ্খলা। মনোয়ন পেশ করাকে ঘিরে উত্তাল লখিমপুর ক্ষেরি। শনিবার সেখানে স্থানীয় নির্বাচন রয়েছে। তার জন্যই মনোনয়ন পেশ করতে গিয়েছিল সমাজবাদি পার্টি (Samajwadi Party)। সপার প্রার্থীর প্রস্তাবর হয়ে গিয়েছিলেন এক মহিলা। তাঁর শাড়ি ধরে টানাটানি করেছেন কয়েকজন দুষ্কৃতী। এমনটাই অভিযোগ। একটি ভাইরাস ভিডিয়োয় দেখা গিয়েছে, ২ জন ওই মহিলার শাড়ি ধরে টানাটানি করছেন।

সমাজবাদি পার্টি প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, যাঁরা ওই মহিলার শ্লীলতাহানি করেছেন, তাঁরা ‘যোগীর গুন্ডা’। পুলিশ জানিয়েছে, সপার ওই প্রার্থীর মনোয়নের কাগজও ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যাতে কোনও বিরোধিতা ছাড়াই তাঁদের প্রার্থী জিততে পারে, তা নিশ্চিত করতেই এই কাজ করেছে দুষ্কৃতীরা। শনিবার উত্তর প্রদেশের ৮২৫টি পঞ্চায়েত প্রধান নির্বাচনের লড়াই। তার আগেই মনোনয়ন পেশের দিন একাধিক জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়।

অখিলেশ যাদব শাড়ি টানাটানির ভিডিয়ো পোস্ট করে টুইটে লিখেছেন, “ক্ষমতালোভী যোগীর গুন্ডারা।” বিশৃঙ্খলার ভিডিয়ো পোস্ট করে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা লিখেছেন, “প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আপনাদের কর্মীদের অভিনন্দন জানান, যাঁরা বোমা, পাথর, গুলি ছুড়লেন। মনোয়নের কাগজ ছিনিয়ে নিলেন। সাংবাদিকদের মারলেন, মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করলেন।”

উত্তর প্রদেশ পুলিশের তরফে প্রশান্ত কুমার জানিয়েছেন, মনোয়ন পেশের দিনে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছিল। তবু ১৪ টি জায়গা থেকে হিংসার খবর এসেছে। সে বিষয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই যোগীরাজ্যে জেলা পরিষদের নির্বাচন হয়েছে। সেখানে ৭৫টি আসনে ৬৭টিই বিজেপির দখলে এসেছেন।

আরও পড়ুন: সঙ্গমে সাবধান, দেশে থাবা বসিয়েছে জিকা ভাইরাস