Operation Sindoor: ‘পাথর ছুড়লে, ফুল ছোড়ো, তবে গামলার সঙ্গে…’, অপারেশন সিঁদুর নিয়ে কী বলছেন ভারতের ক্রিকেটাররা?
India Cricketer's on Operation Sindoor: যোগ্য জবাবের পর ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সেনার প্রতি সম্মান জানিয়েছেন। বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি সহ কী বলছেন দেশের প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা?

অপারেশেন সিঁদুর। কিছুদিন আগেই পহেলগাঁওয়ে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন সাধারণ মানুষ। পাকিস্তানের জঙ্গী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছিল। ভারত কী জবাব দেয়, এরই অপেক্ষায় ছিলেন কোটি কোটি ভারতীয়। অবশেষে অপারেশন সিঁদুর। ভারতীয় সেনা গুড়িয়ে দিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গী ক্যাম্পগুলি। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন সিঁদুর’। মিসাইল স্ট্রাইক রাতেই হয়েছে। আচমকা ধাক্কায় কেঁপে উঠেছে পাকিস্তান। যোগ্য জবাবের পর ভারতীয় ক্রিকেটারদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেনার প্রতি সম্মান জানিয়েছেন। বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি সহ কী বলছেন দেশের প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররা?
ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেওয়াগ পাকিস্তানের মাটিতে ব্যাটের মাধ্যমে জবাবটা অনেক আগেই দিয়েছিলেন। পাকিস্তানি বোলাররা এখনও তাঁর আতঙ্কে থাকেন। খেলা ছাড়লেও মূলতানের সুলতান হয়ে রয়ে গিয়েছেন বীরু। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর একটি স্লোক শহ লিখেছেন জয় হিন্দ। এরপরই অবশ্য নিজের ব্যাটিংয়ের মতোই অ্যাটাকিং স্টাইলে লিখেছেন-কেউ যদি পাথর ছোড়ে, আপনিও ফুল ছুড়ে দিন, তবে গামলার সঙ্গে। অপারেশন সিঁদুর, একেবারে নিখুঁত নাম।
Agar koi aap par patthar phenke toh uspar Phool Phenko, Lekin Gamle ke saath. Jai Hind#OperationSindoor , what an apt name
— Virrender Sehwag (@virendersehwag) May 7, 2025
দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, অপারেশন সিঁদুরের ছবি সহ পোস্ট করেছেন জয় হিন্দ। সঙ্গে দেশের পতাকা।
Jai Hind! 🇮🇳🇮🇳 pic.twitter.com/dTN5Cm8yiX
— Gautam Gambhir (@GautamGambhir) May 7, 2025
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন-একতায় ভয়ডরহীন। একতাই শক্তি। ভারতের শক্তি দেশের প্রত্য়েকটা মানুষ। এখানে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। জয় হিন্দ।
Fearless in unity. Boundless in strength. India’s shield is her people. There’s no room for terrorism in this world. We’re ONE TEAM!
Jai Hind 🇮🇳#OperationSindoor
— Sachin Tendulkar (@sachin_rt) May 7, 2025
দেশের আর এক কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী লিখেছেন- ভারত এভাবেই জবাব দেয়।
Precision. Purpose. Power. That’s how India answers🇮🇳#OperationSindoor
— Jhulan Goswami (@JhulanG10) May 7, 2025
ভারতীয় ক্রিকেটের গব্বর শিখর ধাওয়ান কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। সেনার জবাবের পর ধাওয়ান লিখেছেন- ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ভারত মাতা কি জয়।
India takes a stand against terrorism. भारत माता की जय! 🇮🇳
— Shikhar Dhawan (@SDhawan25) May 7, 2025
অনিল কুম্বলে, চেতন শর্মা, সুরেশ রায়না, বরুণ চক্রবর্তীর মতো প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররাও অপারেশন সিঁদুর নিয়ে নানা পোস্ট করেছেন।
