‘অপারেশন সিঁদুরে’র পরই NOTAM জারি, পুরোপুরি বন্ধ করে দেওয়া হল দেশের ১৫টা বিমানবন্দর
Operation Sindoor: পাকিস্তান ফের হামলা চালাতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত। ইতিমধ্যেই প্রতিটি বাহিনীকে সতর্ক করা হয়েছে। তৎপর পুলিশও। এই আবহেই বড় পদক্ষেপ।

নয়া দিল্লি: পাকিস্তানকে যোগ্য জবাব। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯ জায়গায় মিসাইল হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাটি। এখন দেশে টানটান উত্তেজনা। এরই মধ্যে জারি হল নোটাম।
পাকিস্তান ফের হামলা চালাতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত। ইতিমধ্যেই প্রতিটি বাহিনীকে সতর্ক করা হয়েছে। তৎপর পুলিশও। এই আবহেই বড় পদক্ষেপ। উত্তর ও পশ্চিম ভারতের বিমানবন্দরে জারি করা হল নোটাম। অবিলম্বে বন্ধ করে দেওয়া হল অসামরিক বিমান ওঠানামা। মোট ১৫টি বিমানবন্দরে আপাতত উড়ান স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
জানা গিয়েছে, লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগঢ়, যোধপুর, জয়সালমীর, জামনগর, ভাটিন্ডা, ভূজ, ধর্মশালা, রাজকোট, পোরবন্দর, থৌ বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। এই বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান ওঠানামা বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।
প্রসঙ্গত, নোটাম জারি থাকলে ওই সময়ে সেই জায়গার এয়ারস্পেস ব্যবহার করা যায় না। সাধারণত সেনা মহড়া বা সেনা অভিযানের সময় নোটাম জারি করা হয়। সেনাবাহিনী অভিযান চালানোর সময় যাতে অসামরিক বিমান হামলার মুখে না পড়ে বা মিসাইলে আক্রান্ত না হয়, তার জন্যই নোটাম জারি করা হয়।

