Suvendu Adhikari: দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর, নির্বাচন কমিশনের দফতরেও গেলেন বিরোধী দলনেতা

Suvendu Adhikari meets Amit Shah: জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীই ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। সংসদে অমিত শাহর অফিসে তাঁদের বৈঠক হয়। মিনিট ২৫ কথা হয়। তবে কী কথা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না বলে বৈঠক শেষে শুভেন্দু জানান। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাহর সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর।

Suvendu Adhikari: দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর, নির্বাচন কমিশনের দফতরেও গেলেন বিরোধী দলনেতা
অমিত শাহর সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীরImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 03, 2025 | 7:05 PM

নয়াদিল্লি ও কলকাতা: রাজ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। একদিকে তৃণমূল কমিশনকে নিশানা করছে। আবার বিজেপি বিভিন্ন ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছে। এই আবহে বুধবার দিল্লি গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। শুধু শাহর সঙ্গে দেখা করাই নয়, এদিন জাতীয় নির্বাচন কমিশনের দফতরেও গেলেন বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর এই হঠাৎ দিল্লি-যাত্রা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

রাজ্যে এসআইআর নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করছে রাজ্যের শাসকদল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে এই এসআইআর-কে অমিত শাহর ‘চালাকি’ বলে মন্তব্য করেছেন। এই পরিস্থিতিতে এদিন দিল্লি উড়ে যান শুভেন্দু। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীই ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। সংসদে অমিত শাহর অফিসে তাঁদের বৈঠক হয়। মিনিট ২৫ কথা হয়। তবে কী কথা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না বলে বৈঠক শেষে শুভেন্দু জানান। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শাহর সঙ্গে কথা হয়েছে শুভেন্দুর।

এদিন নির্বাচন কমিশনের দফতরেও যান শুভেন্দু। দেখা করেন নির্বাচন কমিশনার বিবেক জোশীর সঙ্গে। জানা গিয়েছে, কমিশনে একাধিক অভিযোগ জানান তিনি। দলের নির্দেশে তিনি নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বলে বিরোধী দলনেতা জানান। নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “২৬, ২৭ ও ২৮ নভেম্বর বিএলও-দের কাছ থেকে ওটিপি নিয়ে যেভাবে ১ কোটি ২৫ লক্ষ নাম ডিজিটাইজড করা হয়েছে, সেটা অত্যন্ত আশঙ্কাজনক গতিবিধি। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাবার নাম, মায়ের নাম পাল্টে দিয়ে এটা করা হয়েছে। একাধিক মুসলিম অধ্যুষিত এলাকায় এটা দেখবেন।”