OTT platforms: ওটিটি-তে আর চলবে না ‘অশ্লীলতা’? বিষয়বস্তু নিয়ন্ত্রণে কড়া বার্তা অনুরাগ ঠাকুরের

Anurag Thakur on OTT contents: স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা সম্প্রচারের বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। এদিন এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

OTT platforms: ওটিটি-তে আর চলবে না 'অশ্লীলতা'?  বিষয়বস্তু নিয়ন্ত্রণে কড়া বার্তা অনুরাগ ঠাকুরের
ওটিটি প্ল্যাটফর্মে সৃজনশীলতার নামে অশ্লীলতা এবং অশ্লীল ভাষার ব্যবহার সহ্য করা হবে না, স্পষ্ট বার্তা কেন্দ্রের
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 10:13 PM

নয়া দিল্লি: স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা ওটিটি প্ল্যাটফর্মে সৃজনশীলতার নামে অশ্লীলতা, এবং অশ্লীল ভাষার ব্যবহার সহ্য করা হবে না। রবিবার (১৯ মার্চ) এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি আরও জানিয়েছেন, ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীল সামগ্রীর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং এই বিষয়ে সরকার উদ্বিগ্ন। যদি কেউ সীমা অতিক্রম করে, তাহলে সরকার হস্তক্ষেপ করতে পিছপা হবে না। নাগপুরে এক সাংবাদি সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেন, “সৃজনশীলতার নামে স্বাধীনতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। ওটিটি প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান আপত্তিজনক এবং অশ্লীল বিষয়বস্তুর অভিযোগের বিষয়ে সরকার উদ্বিগ্ন। এই বিষয়ে বিধিমালায় কোনও পরিবর্তনের প্রয়োজন হলে মন্ত্রক তাও বিবেচনা করবে। এই প্ল্যাটফর্মগুলিকে সৃজনশীলতার স্বাধীনতা দেওয়া হয়েছে, অশ্লীলতার নয়। সৃজনশীলতার নামে গালাগালি একেবারেই মেনে নেওয়া যায় না।”

অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ধরনের অভিযোগ এলে প্রাথমিক পর্যায়েই প্রযোজককে সেই অভিযোগের মোকাবিলা করতে হয়। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ৯০ থেকে ৯২ শতাংশ অভিযোগের ক্ষেত্রে প্রযোজকরাই বিষয়বস্তু পরিবর্তন করেন। তিনি বলেছেন, “সরকারের কাছে অভিযোগ এলে বিভাগীয় কমিটি নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়। তবে গত কয়েক বছরে অভিযোগের সংখ্যা বেড়েছে এবং বিভাগ এটাকে খুব গুরুত্ব সহকারে দেখছে। যদি আমাদের এই বিষয়ে কিছু পরিবর্তন করতে হয়, তবে আমরা সেই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করব।”

প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই টিভিএফ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত ওয়েব সিরিজ ‘কলেজ রোমান্স’-এ অশ্লীল ভাষার ব্যবহার নিয়ে কড়া মন্তব্য করেছিল দিল্লি হাইকোর্ট। আদালত বলেছিল, ওই ওয়েব সিরিজের ভাষা দুর্বল মনকে কলুষিত করতে পারে। সিরিজটিতে অশ্লীল ভাষা এবং অশ্লীল বিষয়বস্তু রয়েছে অভিযোগ করে এই জাতীয় প্ল্যাটফর্মগুলিতে সম্প্রচারিত বিষয়বস্তুগুলির ভাষা পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছিল আদালত। হাইকোর্টের বিচারক আরও বলেছিলেন যে, ওই সিরিজের ভাষা এতটাই অশ্লীল, যে তাকে সিরিজটি দেখতে ইয়ারফোন ব্যবহার করতে হয়েছিল।