AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan tension: ‘২২ এপ্রিল পহেলগাঁওয়ে শুরুটা করেছিল পাকিস্তান’, পড়শি দেশকে ধুয়ে দিলেন বিদেশ সচিব

India-Pakistan tension: বিদেশ সচিব বলেন, "আমি আবারও বলছি, পাকিস্তানের সেনার কোনও পরিকাঠামোয় আঘাত করা হয়নি। সাধারণ মানুষের উপর আঘাত হানা হয়নি। শুধু জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।"

India-Pakistan tension: '২২ এপ্রিল পহেলগাঁওয়ে শুরুটা করেছিল পাকিস্তান', পড়শি দেশকে ধুয়ে দিলেন বিদেশ সচিব
বিদেশ সচিব বিক্রম মিস্রিImage Credit: ANI
| Updated on: May 08, 2025 | 7:15 PM
Share

নয়াদিল্লি: শুরুটা পাকিস্তানই করেছে। ভারত তার জবাব দিয়েছে। পাকিস্তানকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করে একথা বললেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। একইসঙ্গে তাঁর কড়া হুঁশিয়ারি, “পাকিস্তান যদি আবার কোনও পদক্ষেপ করে, তার যথাযথ জবাব দেবে ভারত।”

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। এই জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়। চন্দ্রভাগার জল বন্ধ করা হয়। আর পহেলগাঁও হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি।

ভারতের এই প্রত্যাঘাতের পর পাকিস্তান ভারতের ১৫টি শহরের সেনাছাউনিতে ড্রোন ও মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। কিন্তু, পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ করেছে ভারতীয় সেনা। পাকিস্তানের বক্তব্য, তারা জবাব দিচ্ছে। এই নিয়ে এদিন বিদেশ সচিব বলেন, “পাকিস্তান নয়, ভারত জবাব দিচ্ছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে শুরুটা পাকিস্তানই করেছে। ভারত তার জবাব দিয়েছে।”

একইসঙ্গে এদিন বিদেশ সচিব বলেন, “আমি আবারও বলছি, পাকিস্তানের সেনার কোনও পরিকাঠামোয় আঘাত করা হয়নি। সাধারণ মানুষের উপর আঘাত হানা হয়নি। শুধু জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।”

পাকিস্তান আবার যদি কোনও হামলার চেষ্টা করে, তার জবাব দিতে ভারত প্রস্তুত বলেও জানিয়ে দেন বিদেশ সচিব। তিনি বলেন, “পাকিস্তান আবার যদি কোনও পদক্ষেপ করে, যার কয়েকটা আজ আমরা দেখেছি, তারও যথাযথ জবাব দেওয়া হবে।”