AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pak Drone: নিয়ন্ত্রণ রেখায় পাক ড্রোন, গুলি করে নামালো সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র

LoC: নিয়ন্ত্রণ রেখা দিয়ে প্রায়শই অস্ত্র, জালনোট পাচারের চেষ্টা করে পাকিস্তান। জঙ্গিদেরও দলও রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা চালায়।

Pak Drone: নিয়ন্ত্রণ রেখায় পাক ড্রোন, গুলি করে নামালো সেনা, উদ্ধার প্রচুর অস্ত্র
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Apr 14, 2023 | 4:11 PM
Share

শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামালে ভারতীয় সেনার জওয়ানরা। ওই পাকিস্তানি ড্রোনে অস্ত্র, নগদ টাকা ছিল বলে সেনা সূত্রে জানা গিয়েছে। বুধবার রাতে এই পাক ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচারের চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর কড়া নজরে তা ব্যর্থ হয়েছে। জম্মু ও কাশ্মীরে রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বরাবর এই ঘটনা ঘটেছে। এর পরই সেনার তরফে আশপাশের গ্রামগুলিতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। ওই ড্রোনে একটি ব্যাগের মধ্যে পাঁচটি একে ৪৭ এবং প্রচুর গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

পাক ড্রোন থেকে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে সেনার লেফটেন্যান্ট কলোনেল দেবেন্দর সিং বলেছেন, “১২-১৩ এপ্রিলের মধ্যবর্তী রাতে রাজৌরি সেক্টরের বেরি পাট্টানা এলাকায় ড্রোনের উপস্থিতি নজরে আসে সেনা জওয়ানদের। তা দেখে গুলি চালায় সেনা। গুলি করে ড্রোনটিকে নামানো হয়েছে। এর পর গোটা এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে সেনা।” ওই আর্মি অফিসার জানিয়েছেন, ড্রোনের মধ্যে একটি মুখবন্ধ ব্যাগে পাঁচটি গুলি ভর্তি একে ৪৭ ছিল। এ ছাড়াও বেশ কয়েক রাউন্ড গুলি ও নগদ টাকা ছিল। সে সবই উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় ড্রোনের মাধ্যমে আগেও অস্ত্র পাচার হয়ে থাকতে পারে, এই আশঙ্কায় ওই অস্ত্র উদ্ধারের জন্য বাহিনীর জওয়ানরা তল্লাশি অভিযান চালাবে।

নিয়ন্ত্রণ রেখা দিয়ে প্রায়শই অস্ত্র, জালনোট পাচারের চেষ্টা করে পাকিস্তান। জঙ্গিদেরও দলও রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা চালায়। ভারতীয় সেনা জওয়ারদের কড়া নজরদারিতে তা ব্যর্থ হয়। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাতেই এই সব কাজ করে ভারত বিরোধীরা। কিন্তু ভারতীয় সেনার সজাগ দৃষ্টিতে ব্যর্থ হয় সে সব প্রচেষ্টা।